অনেক সময় নিজের বোকামির জন্য নিজেকেই খেসারত দিতে হয়। গেল বছরের๊ জুলাইয়ে চট্টগ্রামে কান্নাজড়িত কন্ঠে দেশসেরা ওপেনার তামিম ইকবাল জানিয়েছিলেন, দেশের হয়ে ক্রিকেটকে বিদায়ের কথা। তুলে রাখতে চেয়েছিলেন প্রিয় লাল-সবুজের জার্সিটা। যদিও পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরিবার নিয়ে সাক্ষাৎ করে অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন তিনি।
কিন্তু এরপরের অধ্যায়টা আরও বেশি তিক্ততায় ভরা ছিল। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের🍰 আগে আচমকাই দল থেকে বাদ পড়েন তিনি। সেটাও তার বোকমিরই ফল বলে মনে করেন অনেকেই। বিশ্বকাপের আগে তামিম বলেছিলেন, তিনি ৪/৫টি ম্যাচ খেলতে পারবেন। দলে একজন খেলোয়াড় ৯ ম্যাচের সবগুলোতে খেলতে প্রস্তুত নন, তাকে মূল দলে রাখা তো ক্ষতিকর। তাছাড়া, তামিমের ২০২৩ সালের বিশ্বকাপের আগের ওয়ানডে রেকর্ডও ভালো নয়। সর্বশেষ ১০টি ওয়ানডে ম্যাচে তামিমের সেঞ্চুরি নেই, হাফ সেঞ্চুরি মাত্র একটি, তাও আবার দূর্বল আয়ারল্যান্ডের বিপক্ষে। আর বড় বড় দলগুলোর বিপক্ষে সামান্য কিছু কিছু রান রয়েছে। ফলে তার কাছ থেকে বিশ্বকাপের মতো বিগ ইভেন্টে কী আশা করা যায়?
তামিমকে বাꦗংলাদেশের হয়ে সর্বশেষ দেখা গিয়েছিল গেল বছরের সেপ্টেম্বরে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে বাইশগজে না থাকলেও টাইগার এই ওপেনারকে নিয়ে আলোচনা থেমে নেই। ক্ষমতার পালাবদলে বিসিবিতে ব্যাপক পরিবর্তন আসার পর আবারও আলোচনায় তামিমের জাতীয় দলে ফেরার বিষয়টি। তবে সামাꦫজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তামিমের সঙ্গে শেখ হাসিনা, খালেদা জিয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ছবি বেশ ভাইরাল হচ্ছে।
দিন কয়েক আগেই গুঞ✅্জন শোনা গিয়েছিল চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তামিম। এমন গুঞ্জনের মধ্যেই মাঠের অনুশীলনে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার। শনিবারই মিরপুরে দেখা যায় তামিমকে। এরপর রোববারও অনুশীলন করেছেন সাবেক🍬 এই অধিনায়ক। এদিন পেসার হাসান মাহমুদ এবং স্পিনার তাইজুল ইসলামকেও দেখা গেছে তার সঙ্গে।
মিরপুরের ইনডোর মাঠে ব্যাট হাতে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত থাকতে দেখা যায় তামিমকে। কোচ সোহেল ইসলামকেও তামিমের সঙ্গে ছিলেন। বর্তমান সময়ে জাতীয় দলে🧸র ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন সোহেল। সিরিজ শুরুর আগে কিংবা পরে এই কোচের শরণাপন্ন হয়ে থাকেন অনেক ক্রিকেটারই। এবার সোহেলের ক্লাসে স্বয়ং তামিমও। অবশ্য এখনো তামিমের জাতীয় দলে ফেরার কোনো দিনক্ষণ ঠিক হয়নি। কবে কোন দলের বিপক্ষে ফিরবেন তামিম তাও জানা যায়নি।