সফরকারী নি🌃উজিল্যান্ড দলের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে অধিনায়ক এবং ব্যাটার হিসেবে নিজের দায় স্বীকার করলেন ভারতের রোহিত শর্মা।
কোনওরকম রাখঢাক না করে রোববার ওয়াংখেড়ে টেসﷺ্টে হারের পর রোহিত জানান যে, এই সিরিজে নিজের সেরাটা উজাড় করে🤪 দিতে পারেননি। অধিনায়কত্বের ক্ষেত্রেও ঘাটতি ছিল। ঘাটতি ছিল ব্যাটার হিসেবেও।
ভারতীয় অধিনায়ক বলেন, ‘ক্যাপ্টেন হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমি আমার সেরা জায়গায় ছিলাম না। ব্যাট হাতেও নিজের সেরা জায়গায় ছিলাম না। আ🃏মি হতাশ।’
দল হিসেবেই তারা ব্যর্থ হয়েছেন বলে জানান রোহিত। তিনি বলেন, ‘এই ম্যাচে যে লক্ষ্যমাত্রা পেয়েছিলাম আমরা, সেটা তাড়া করে জেতা যেত। আমাদের একটাই কাজ করতে হত, সেটা হল যে নিজেদের দক্ষতাকে প্রয়োগ করতে হত। যে কাজটা করতে আমরা দলগতভাবে ব্যর্থ হয়েছি।’ তিনি আরও বলেন, ‘এরকম কন্ডিশনে নিজেদের সেরা ক্রিকেট খেলিনি আমরা। আর সেটার ফলই ভ🔜ুগছি।’
নিউজিল্যান্ডের কাছে শেষ টেস্টে হারার পর রোহিত বলেন, ‘একটা (টেস্ট সিরিজ) হেরে যাওয়া, একটা টেস্ট ম্যাচ হেরে যাওয়ার বিষয়টি মেনে নেওয়া কখনওই সহজ নয়। এটা সহজে হজম করা যাবে না। আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলিনি। আমরা সেটা জানি। আমরা এটাও মেনে নিয়েছি যে আমরা নিজেদের সেরা খেলাটা খেলিনি। পুরো সিরিজেই নিউজিল্যান্ড আমাদের থেকে ভালো খেলেছে। পুরো সিরিজেই আমরা ভুলের পর ভুল করে গিয়েছি। যেটা আমা♑দের স্বীকার করতেই হবে।’