এখন থেকে ঢ⭕াকায় পাওয়া যাবে জাপান ভিস🥀া সেবা। রোববার (৩ নভেম্বর) থেকে কার্যক্রম শুরু করেছে জাপান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (ভ্যাক)। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইতালি দূতাবাসের জন্য ভিসা আবেদন কেন্দ্র পরিচালনাকারী সংস্থা ভিএফএস গ্লোবাল।
বিবৃতিতে ভিএফএস গ্লোবাল জানায়, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের জাপান ভিসা সেবা এখন বাংলাদেশেও পাওয়া যাবে। আবেদনকারীরা ঢাকায় অবস্থিত আমাদের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে তাদের যাত্রা নির্বিঘ্নে শুরু করতে ♔পারবেন।
বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আবেদনকারীদের কার্যকর ও সুবিন্যস্ত আবেদন জমা দেওয়ার ব্যবস্থা 𒉰ক𒁃রে দেওয়া হচ্ছে।