বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে এক দশকের বে❀শি সময় পর আগামী মৌসুমে ফেরা মাঠে গড়াতে যাচ্ছে সুপার কাপ।
প্রিমিয়ার ফুটবল লিগ শ♑েষে সেরা চার দল নিয়ে চতুর্থবারের মতো আসর আয়োজনের পরিকল্পনা করছে বাফুফের পেশাদার লিগ কমিটি। তবে সর্বশেষ ২০১৩ সালে অনুষ্ঠিত আসরটির মতো চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি কোটি টাকা হবে কিনা তা নির্ভর করছে পৃষ্ঠপোষক নিশ্চিতের ওপর।
বুধবার সভায় সুপার কাপসহ নতুন মৌসুমের ক🧸্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়েছে। দলবদল শুরু হবে ১ জুন থেকে আর সেপ্টেম্বরে স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে খেলা। এছাড়া চ্যাম্পিয়নশ📖িপ লিগের পয়েন্ট টেবিল অনুমোদন, ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৮ ও ১৬ দলের টুর্নামেন্টের ভেন্যু নিয়েও আলোচনা হয়েছে।
২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগের ভেন্যুতে পরিবর্তন নেই। তবে ফেডারেশন কাপ আর স্বাধীনতা কাপের ভেন্যু তালিকায় যুক্ত হলো ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। সংস্কারের কারণে পরি🐟🎃কল্পনায় নেই বঙ্গবন্ধু স্টেডিয়াম।
শীর্ষ লিগে ক্লাবগুলোর দল গড়ার নির্দেশনায় কিছুটা পরিবর্তন এসেছে। একাদশে অবশ্যই অনূর্ধ্ব-১৮ বা ১৬ বয়সী ফুটবলারদের রাখতে হবে। এছাড়া ২৩ জনের স্কোয়াডে এক বিদেশি꧙ বেড়ে থাকতে পারবে ৫ জন। তবে আগের মতো মাঠে নামতে পারবে ৪ জন। বিদেশি রেজিস্ট্রেশনে একজন এশিয়ানসহ ৬ꦐ ফুটবলার থাকবে।