সর্বকালের অন্যতম বিশ্বসেরা 🅠সাকিব আল হাসান চেয়েছিলেন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন। তার বিরুদ্ধে আন্দোলন শুরু হওয়ায় নিরাপত্তা ইস্যুর কারণে দেশে আসতে পারেননি সাকিব। যে কারণে পরে তাকে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়। ফলে ঘরের মাঠে টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছা পূরণ হয়নি তার।
এদিকে, আফগানিস্তনের বিপক্ষে আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন সাকিব, এমন খবর প্রকাশিত হয়েছিল বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন পোর্টাল ও ওয়েবসাইটগুলোতে। বিসিবি থেকে কোনোরকম আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া হলেও বুধবার ⛦বিসিবির সভাপতির কথার ভেতরেই মনে হয়েছিল, তারা চান সাকিব আফগান সিরিজে খেলুক। কিন্তু বৃহম্পতিবার (৩১ অক্টোবর) তার কথা আবার অন্যরকম শোনা গেল।
বৃ♐হস্পতিবার দুপুরে জানা গেল, সাকিব আফগান সিরিজে খেলবেন, সেটা ভুল খবর। সাকিব আফগানদের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবেন না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে𝓡 আলাপে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন।
সাকিব কি নিজ থেকে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলতে চাননি, নাকি বিসিবি সাকিবকে খেলাবে না-♒ এ বিষয়টি পরিষ্কার করেননি বি🅷সিবিপ্রধান।
ফারুক আহমেদের কথা শুনে মনে হলো, তিনি সাকিবের বরাত দিয়েই কথা বললেন গণমাধ্যমে। বিসিবি সভাপতি জানান, সাকিব বেশ কিছু দিন খেলার ভেতরে নেই। ꦯএ সময় তিনি হয়ত আরব আমিরাতের ﷺটি-টেন খেলবেন। তারপর খেলায় ফিরে এলে আবার জাতীয় দলে ফেরা প্রসঙ্গ।
এখন পর্যন্ত খবর হলো, সাকিবকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের🌄 ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগা𓄧ম♓ী ৬ নভেম্বর থেকে আরব আমিরাতের শারজায় শুরু ওই সিরিজ। ৯ ও ১১ নভেম্বর পরের খেলা দুটিও একই ভেন্যুতে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের 🏅সিরিজের শেষটি এখন চলছে চট্টগ্রামে।