ভারতের বিপক্ষে সামনেই দুই♎ টেস্টের ক্রিকেট সিরিজ। ১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। বাংলাদেশ ২-০ ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে।
দলের সকলেই দেশে ফিরে শেষ প্রস্তুতিটা নিচ্ছেন। কিন্তু অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চলে গেছেন ইংল্যান্ডে। সেখানে কাউন🦩্টি লিগে খেলত♍ে নামেন তিনি সোমবার বিকেলে।
সাকিবের বোলিং ﷽তোপে ইংলিশ কাউন্টি লিগ ওয়ানের এক ম্যাচে সমারসেট ৩১৭ রানে অলআউট হয়ে যায়। ৩৩.৫ ওভার বল করে ৪টি উইকেট একাই নেন সাকিব।
তার দল সারের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে সমারসেট। তবে সাকিবের ঘূর্ণিতে ইনিংস যত বড় হওয়া💧র সম্ভাবনা ছিল, তত বড় করতে পারেনি তারা। টম ব্যান্টনের দারুণ এক সেঞ্চুরিতে সমারসেট বড় রান তুলেছে ৯৫ ওভার ব্য🅠াট করে। ব্যান্টন ১৩২ রান করে আউট হন।