বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গ๊ে যেন তার আত্মার সম্পর্ক। এই আসরে প্রথম থেকেই খেলছেন আফ্রিদি। এবারও এসেছেন বিপিএলে। তবে খেলতে নয়, চিটাগং কিংসের ম্যানেজমেন্টের অংশ হয়ে। তিনি পাকিস্তানের সর্বকালের 🐭অন্যতম সেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
দীর্ঘদিন অনুপস্ꦯথিত থাকার পর এবার বিপিএল ক্রিকেটে ফিরেছে চিটাগং কিংস। প্রায় ১১ বছরের বিরতি দিয়ে আসরে আবারও যুক্ত হয়েছে দলটি। শুরুতেই অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলভুক্ত করে চমক দেখায় তারা। তারপর জানা যায়, এবারের আসরে চট্টগ্রাম কিংসের মেন্টর ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবেন আফ্রিদি। মাস দুয়েক আগেই সে খবর ছড়িয়ে পড়ে।
কথামতো রোববারই ঢাকায় পৌঁছে গেলেন পাকিস্তানের এই কিংবদন্তি তারকা। ঢাকায় পৌঁছেই ভাঙা ভাঙা বাংলায় বললেন, ‘আমি বাংলাদেশে চলে✤ এসেছি।’
বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেন আফ🍸্রিদি। পরের আসরগুলোয় সিলেট সুপারস্টারস, রংপু♓র রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন।
সব মিলিয়ে ৪৫ ম্যাচের ৩৫ ইনিংসে ব্যাটিং করে ৫৩৯ রান করꦫেছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার। বল হাতে আফ্রিদি শি🗹কার করেছেন ৫৭ উইকেট।