• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বৃষ্টির প্রেমের টানে ইউক্রেনের যুবক ব্রাহ্মণবাড়িয়ায়


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৪:৫৫ পিএম
বৃষ্টির প্রেমের টানে ইউক্রেনের যুবক ব্রাহ্মণবাড়িয়ায়

প্রেম মানে না কোনো বাধা। আর তাইতไো প্রেমের টানে ছয় হাজার 𒉰কিলোমিটার পারি দিয়ে ইউক্রেন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক।

জানা গেছে, ব্রাহ🍸্মণবাড়িয়ার বৃষ্টি আক্তারের সঙ্গে ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপের সঙ্গে মেসেঞ্জারের মাধ্যমে পরিচয় হয়। সেই পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। টানা দুই বছর করেন প্রেম। অতঃপর সেই প্রেমের শেষ পরিণয় বিয়েতে আবদ্ধ হয়েছেন যুগল।

সোমবার (৩০⭕ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ🍷্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালাছড়া গ্রামে দেখা হয় বৃষ্টি ও প্রকিপের সঙ্গে। এ সময় কথা হয় তাদের সঙ্গে। এরপর পারিবারিকভাবে বিয়ে হয় তাদের।

ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপ নাম পরিবর্তন করে রেখেছেন মোহাম্মদ। স্বামীর সঙ্গে নাম মিলিয়ে বৃষ্টির নাম এখন বৃষ্টি প্রকিপ।

বৃষ্টির পরিবার সূত্রে জানা যায়, কালাছড়া গ্রামেꦦর কামাল মিয়ার মেয়ে বৃষ্টি। তিনি এসএস🅰সি পাস করেছেন। টুকটাক ইংরেজি জানেন। বছর দুয়েক আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠান প্রকিপকে। সেই থেকে শুরু হয় প্রেম।

গত ১৯ ডিসেম্বর বে⛎লজিয়াম থেকে বাংলাদেশে আসেন প্রকিপ। সেদিনই বিয়ে করেন বৃষ্টিকে।

বৃষ্টি জানান, প্রকিপকে পেয়ে তিনি খুব খুশি। প্রকিপ শুরু থেকেই বলছিলেন তাকে বিয়ে করবেন। শেষ পর্যন্ত তিনꦰি তার কথা রেখেছেন। তার সঙ্গে চলে যেতে কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে।

প্রকিপ জানান, তার বিয়ে কꦜরা দরকার এবং তিনি মুসলিম হবেন— এ দুটি বিষয় তাকে আকৃষ্ট করেছে। বৃষ্টিকে বিয়ে করতে পেরে তিনি খুব খুশജি। বাংলাদেশ তার ভালো লাগছে।

ইউনিয়ন পরিষদ মেম্বার ফরহাদ আলী বলেন, প্রেমের এমন🍒 ঘটনায় তারা সবাই খুশি। এ দম্পতিকে দেখতে দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আ♎সছেন।

Link copied!