বিয়ের পরই আন্তর্জাতিক ক্রিকেটে সৌভাগ্য ধরা দিয়েছে পাকিস্তান পেসার হারিস রউফের। এই পেসার বাগদানের পর প্রথম আন্তর্জাকিত ম্যাচ খেলতে নামেন আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচে খে🐭লতে নেমেই নিজের প্রথম বলে উইকেটের দেখা পান রউফ। এই ম্যাচে ক্যারিয়ার সেরা বল করে তুলে নেন ৫ উইকেট। তার এমন সৌভাগ্যের কারণ বিয়ে, এটা তিনিও শিকার করেছেন।
শ্রীলঙ্কার হাম্বানটোটায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে ১৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ১ বলে সব উইকেট হারিয়ে ২০১ রান করে তারা। জবাবে পাক পেসারদের দাপটে ১৯ ওভার ২ বলে মাত্র ৫৯ রানেই গুটিয়ে য🍒ায় আফগানরা।
এদিন পাক পেসাররা বল হাতে দাপট দেখিয়েছেন পুরো ম্যাচ জুড়ে। বিশেষ করে হারিস রউফ ৬ ওভার ২ বল করে ১৮ রান খরচায় ৫ উইকেট শিকার🍃 করেন। তার এমন ক্যারিয়ার সেরা বোলিংয়ের 𝓰জন্য ম্যাচ সেরার পুরস্কার তার হাতেই উঠে।
ম্যাচ শেষে রউফকে প্রশ্ন করা হয় কিভাবে এই ম্যাচে সফল হলেন। রউফ বলেন, “এরা (আফ্রিদি ও নাসিম) নতুন বলে যেভাবে বোলিং করেছে, তা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। এরা শুরুতেই যদি উইকেট এনে দিতে পারে, তা হলে আমার চেষ্টাটা থাকে ভালো শু🀅রু ধরে রাখার। পরিকল্পনা ছিল হার্ড লেন্থে বোলিং করব।”
প্রতিটা পুরুষ মানুষের সফলতার পিছনে একজন নারী আবদান থাকে এবং বিয়ের পর যে মানুষেনর ভাগ্🧜য বদলায় সেটা মনে প্রাণে বিশ্বাস করেন পাক এই পেসার। রউফ বলেন, “বিয়ের পর জীবনে অনেক কিছুরই ౠপরিবর্তন আসে। আলহামদুলিল্লাহ আমার স্ত্রী আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে।”
ম্যাচ সেরার পুরস♛্কারটি নিজের মাকে উৎসর্গ করেছেন হারি🐬স রউফ।