প্রাগের ফর্চুনা অ্যারেনায় শনিবার রাতে নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নেমেছিল পর্তুগাল-চেক রিপাবলিকান। ম্যাচটি ৪-০ গোলে জিতেছে ক্𒅌রিস্টিয়ানো রোনালদোর দল।
ম্যাচে জোড়া গোল করেন দিয়োগো দাཧলোত। অন্য দুই গোল করেছেন ব্রুনো ফার্নান্দℱেস ও দিয়োগো জটা। এই জয়ে ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল পর্তুগিজরা।
ম্যাচের শুরুর দিকে দুর্ভাগ্য হয়ে আসে পর্তুগালের জন্য। রো✱নালদো চোট💝 পেলে নাক দিয়ে রক্ত ঝরে। তবে কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর আবার খেলা শুরু হয়।
ম্যাচের ৩৩ মিনিটে দলকে এগিয়ে দেন দালোত। ডান দিক থেকে ফার্নান্দেসের গোলমুখে বাড়ানো ক্রস বাইলাইন থেকে ছয় গজ বক্সের মুখে কাটব্যাক করেন রাফায়েলꦉ লেয়াও। বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন দালোত।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দেস। বাঁ 🀅দিক থেকে মারিও রু🌞ইয়ের ক্রসে ডান পায়ের শটে দলের ব্যবধান ২-০ করেন এই ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার।
দ্বিতীয়♊ার্ধের ৫২ মিনিটে ফার্নান্দেসের পাসে ২৫ গজ দূর থেকে জোরালো শটে স্কোরলাইন ৩-০ করেন দালোত। ম্যাচের শেষ গোলটি আসে ৮২ মিনিটে। কর্নারে রোনালদোর হেডে ফাঁকায় বল পেয়ে গোল আদায় করেন জটা।
লিগে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট পর্তুগালের। ‘🅰এ’ লিগের দুই নম্বর গ্রুপের শীর্ষে উঠেছ𓆉ে তারা।