নোয়াখালীর বেগমগঞ্জে পরকী🙈য়ায় রাজি না হওয়ায় এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি দূর সম্পর্কের দেবর সাইফুল ইসলাম ওরফে খালেদকে (২৮) গ্রেপ্তার করেছে পুলি♚শ।
মঙꦡ্গলবার (২৪ডিসেম্বর) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম🌠্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা করা হয়। এর আগে, সোমবার (২৩ ডিসেম্বর) নরসিংদী জেলার মনোহরদী থানাধীন মৌলভীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সাইফুল ইসলাম ওরফে খালেদ উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার চিরণভূঁইয়ার নতুন বাড়ির আব্দুল কাইয়ুম লিটন ওরফে ♈ডিশ লিটনের ছেলে।
নিহত গৃহবধূর নাম শাহনাজ আক্তার পিংকি (৩০)। তিনি এক⛎ই এলাকার নোয়াবাড়ির কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১৬ বছর আগে পারিবারিকভাবে পিংকির সঙ্গে প্রবাসী জাহাঙ্গীরের বিয়ে হয়। ঘাতক খালেদ পিংকির দূর সম্পর্কের চাচাতো দেবর হয়। বছর খানেক আগে পিংকির ব্যবহৃত মোবাইল নষ্ট হয়ে যায়। স্বামী প্রবাসে থাকায় তার বড় ছেলের মাধ্যমে মোবাইলটি খালেদকে বাজার থেকে ঠিক করে আনতে দেন। ওই সময় খালেদ মোবাইল থেকে পিংকির স্বামীকে পাঠানো ব্যক্তিগত ছবিও ভ🐎িডিও নিজের মোবাইলে নিয়ে নেন।
এরপর ওই ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে পিংকির কাছ থেকে ৭ লাখ টাকা আদায় করে। একই কায়দায় পরকীয়া ও শারীরিক সম্পর্কে জড়ানোর চেষ্টা চালায়। এরপর সে আরও টাকা দাবি করে। পরে বিষয়টি নিয়ে পিংকিকে আদালতে মামলা করেন। দুই মাস আগে পিংকির স্বামী🔯 দেশে ফিরলে তার ওপর হামলা চালান খালেদ। এরপর গত ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার মাইল্যা বাদশা মিয়ার বাড়ির সামনের সড়ক দিয়ে বাবার বাড়ি যাওয়ার সময় পিংকিকে ছুরিকাঘাতে হত্যা করে খালেদ। এসময় পুত্রবধূকে বাঁচাতে এগিয়ে এলে শ্বশুর রেজাউল হককেও ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়।
পুলিশ জানায়, ঘটনার পরপরই আসামি খালেদ ফেনী থেকে বাস যোগে সরাসরি ঢাকা কাকরাইল জামে মসজিদে গিয়ে তাবলিগ জামায়াতে যোগ দিয়ে আত্মগোপনে চলে যায়। পরে ঢাকায় ৩ দিন তাবলিগ জামায়াত সম্পন্ন করে নরসিংদী জেলার মনোহরদী থানার মৌলভীবাজার এলাকার নলুয়া জামে মসজিদে❀ গিয়ে তাবলীগে জামায়াতে যোগদান করে।
বেগমগঞ্জ মডেল থানার আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নির্ণয় করে সোমবার নলুয়া জামে মসজিদে তাবলীগ জামায়াত শেষ পর্য🔜ায়ে অপর মসজিদে যা꧙ওয়ার সময় খালেদকে গ্রেপ্তার করে পুলিশ।
নোয়াখালীর পু🎐লিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল ফারুক বলেন, আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ অপর আসামিদের গ্রেপ্তারে চেষ൩্টা চালাচ্ছে।