হয়তো শিরোপা জিততে পারেনি, কিন্তু ২০০৯ ও ২০১০ সালে পর পর দুটি বিশ্বকাপের💟 ফাইনালে উঠেছিল তারা। তাই নিউজিল্যান্ড দল জানে কীভাবে কঠিন ম্যাচকে সহজ করে জিতে নিতে হয়। সোমবার রাতে সংযুক্ত আরব আমিরাতে চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের `এ` গ্রুপের এক খেলায় নিউজিল্যান্ড ৫৪ রানে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। কিউইদের ৬ উইকেটে ১১০ রানের জবাবে পাকিস্তান ১১.৪ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয়। পরাজয়ে পাকিস্তান বিদায় নিয়েছে। একই সঙ্গে বিদায় নিয়েছে ভারত। অস্ট্রেলিয়া ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। নিউজিল্যান্ড ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে। ভারত ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে গ্রুপে। পাকিস্তান ২ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থান লাভ করে। আর শ্রীলঙ্কা কোনো পয়েন্টই পায়নি। এই ম্যাচে পাকিস্তান স্বাভাবিক জয় পেলে ভারত সেমিফাইনালে উঠে যেত। কারণ, তখন ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের পয়েন্ট সমান ৪ করে হতো, কিন্তু নেট রানরেটে এই তিন দলের মধ্যে এগিয়ে থাকতো ভারত। তাই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের জয় কামনা করেছিল ভারত। যদিও সেটা আর হয়নি। নিউজিল্যান্ডের ইনিংসে সুজি ২৮, হেলিডে ২২ ও অধিনায়ক সোফি ডেভিন ১৯ রান করেন। পাকিস্তানের নাশরা সানঢু ৩টি উইকেট লাভ করেন। পাকিস্তানের ইনিংসে অধিনায়ক ফাতিমা সানা ২১ রান করেন। নিউজিল্যান্ডের অ্যামিলে কের ১৫ রানে ৩টি উইকেট লাভ করেন। তবে মাত্র ৭ রানে ২টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন ইডেন কারসন।