পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শিয়া ও সুন্নিদের সংঘাতে অন্তত ১৬🌸 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। রোববার (১৩ অক্টোবর) এ তথ্য জানি✨য়েছে এএফপি।
কুররাম জেলা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এএফপিকে জানান, শনিবার একদল সুন্নি আধা সামরিক বাহিনীর সদস্যদের প্রহরায় গাড়িবহর নিয়ে আগাচ্ছিল🐎েন। এ সময় তারা আক্রান্ত হন। এ হামলায় তিন নারী ও দুই শিশুসহ মোট ১৪ জন নিহত হন।
ওই কর্মকর্তা আরও জানান, ফ্রন্টিয়ার পুলিশের সদস্যরা পাল্টা🌳 গুলি চালালে দুই হামলাকারী নিহত হন। তারা শিয়া মতাবলম্বী বলে জানা গ💜েছে।
পাকিস্তানের খাইবার পাখত🎀ুনখোয়া প্রদেশের কোহাত বিভাগের কুররাম জেলার শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে। এক﷽ কালে এ অঞ্চলটি অর্ধ-স্বায়ত্তশাসিত ছিল। গত কয়েক বছরে এ ধরনের সংঘাতে এই এলাকার হাজারো মানুষের প্রাণহানি হয়েছে।
জুলাই মাসে জমি-জমা সংক্রান্ত বিবাদে এই দুই সম্প্রদায়ের সংঘাতে ৩৫ জন নিহত হন। স্থা﷽নীয় নেতাদের শালিসের (জিরগা নামে পরিচিত) সিদ্ধান্তে সংঘাতে বিরতি দে🧔ওয়া হয়। কমকর্তারা নতুন করে দুই পক্ষের মধ্যে সমঝোতা ও সন্ধি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।