• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বড় স্কোর গড়েও ক্যারিবিয়ানদের কাছে হারলো লঙ্কানরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৪:৫৬ পিএম
বড় স্কোর গড়েও ক্যারিবিয়ানদের কাছে হারলো লঙ্কানরা
হাফ সেঞ্চুরির পথে বাউন্ডারী হাঁকাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রেন্ডন কিং। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে বড় স্কোর গড়েও শেষ পর্যন্ত বোলি🌊ং ব্যর্থতায় হারতে হলো স্বাগতিক শ্রীলঙ্কাকে। ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রোববার রাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ব্রেন্ডন কিং ও এভিন লুইসের ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে সফরকারী ক্যারিবীয়রা।

প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১🦋৭৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ১৯.১ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডাররা ব্যর্থ হলেও কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক চারিথ আশালঙ্কা মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করেন। ৮২ রানের জুটি গড়েন তারা দু’জন। ৪০ বলে ৫১ রান করে আউট হন কামিন্দু মেন্ডিস। চার🎃িথ আশালঙ্কা ৩৫ বলে ৫৯ রান করেন।

এছাড়া ১৬ বলে ১৯ রান করেন কুশল মেন𒁏্ডিস। ১১ বলে ১৭ রান করেন ভানুকা র𒈔াজাপাকসে। ১১ রান করেন পাথুম নিশাঙ্কা।

ক্যারিবীয় বোলারদের মধ্যে রোম🎐ারিও শেফার্ড নেন ২ উইকেট। ১টি উইকেট নেন আলজারি জোসেফ, শামার জোসেফ, গুদাকেশ মোতি এবং শামার স্প্রিঙ্গা।

জবাব দিতে নেমে দুই ওপেনার ব্রেন্ডন কিং এবং এভিন লুইস ঝড় তোলেন। ৯.১ ওভারে ১💮০৭ রানের বিশাল জুটি গড়ে ত🌄োলেন তারা দু’জন। ঝোড়ো ব্যাটিং করে ২৮ বলে ৫০ রান করে আউট হন এভিন লুইস। ৫টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার মারেন লুইস।

৩৩ বলে ৬৩ রান করেন ম্যাচসেরা ব্রেন্ডন কিং। ১১টি বাউন্ডারির মার মারেন তিনি। ဣছক্কা মারেন ১টি। এরপর শাই হোপ ৭ রান, রস্টোন চেজ ১৯ রান করেন। রোভমান পাওয়েল ১৮ বলে করেন ১৩ রান। ১২ বলে ১৪ রান করেন শেরফানে রাদারফোর্ড꧃।

শ্রীলঙ্কার মাথিসা পাথিরানা ২টি উইকেট লাভ করেন। আর ১টি করে উইকেট পান থ꧂িকসানা, হাসারা♏ঙ্গা ও কামিন্দু মেন্ডিজ।

১৫ ও ১৭ অক্টোবর বাকি দুটি🐼 টি- টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর দুই দল খেলবে তিনটি ওয়ানডཧে ম্যাচ। 

Link copied!