মৌলভীবাজারের শ্রীমঙ্গলের♎ বালিশিরা রিসোর্ট থেಞকে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগꦰে বুধবার (৯ অক্টোবর) তিনি মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন। প্রোগ্রাম শেষ করে রাত ১০টার দিকে তিনি শ্রীমঙ্গলের💛 বালিশিরা রিসোর্টে ঘুমাতে যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সালাহ উদ্দিন মাহমুদ শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তিনি বর্তমানে শিল্প মন্তꦏ্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত আছেন।
রিসোর্টের কর্মকর্তারা জানান, সকাꦯল সাড়ে ৮টার দিকে তার রুমে গেলে ভেতর থেকে দরজা বনཧ্ধ পাওয়া যায়। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে জানালা দিয়ে রুমে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার ভারপ্🍌রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “সকালে আমরা তথ্য প༒েয়ে রিসোর্টে গিয়ে মরদেহ উদ্ধার করি। গতকাল রাত ১০টার পর থেকে আজ সকাল সাড়ে ৮টার মধ্যে তিনি যেকোনো একসময় মারা যান।”
ওসꦍি আরও বলেন, যানজটের কারণে ঢাকা থেকে তার পরিবার মরদেহ গ্রহণ করতে দেরি হওয়ায় সচিবের সহকর্মী এসএমই ফাউন্ডেশনের এজিএম মাসুদুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ নিয়ে তিনি ঢাকায় রওনা হয়েছেন।