সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ প্রিমജিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের বহুল আকাঙ্ক্ষিত প্লেয়ার ড্রাফট শেষ হয়েছে। একইসাথে শেষ হলো টুর্নামেন্টটির এবারের দল গঠনের কাজ। ফ্রাঞ্চাইজিগুলো পূরণ করেছে তাদের নির্ধারিত কোটা। যদিও এখনো সুযোগ আছে, চাইলে ফ্রাঞ্চাইজিগুলো আরও ক্রিকেটারদের দলে ভিড়াতে পারবে।
সাত দলের খেলোয়াড় তালিকা
ঢাকা ক্যাপিটালস: সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমান ও তানজিদ তামিম, বিদেশি সরাসরি চুক্তিতে জনসন চার্লস, স্টিফেন এসকানজি ও শাহনেওয়াজ দাহানি, ড্রাফট থেকে লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকꦕিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, সꦺাইম আইয়ুব, আমির হামজা, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান ও শাহাদাত হোসেন দিপু।
চিটাগং কিংস: সরাসরি চুক্তিতে সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম, বিদেশি সরাসরি চুক্তিতে মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও বিনুরা ফার্নান্দো, ড্রাফট থেকে শামীম হোসেন পাটোয়ারী, ꦰপারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল, মোহাম্মদ মিথুন, নাইম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ জীবন ও মার্শাল আইয়ুব।
দুর্বার রাজশাহী: সরাসরি চুক্তিতে এনা🉐মুল হক বিজয়, জিসান আলম ও তাসকিন আহমেদ, ড্রাফট থেকে তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, স🌱াদ নাসিম, লাহিরু সামারাকুন, সানজামুল ইসলাম, মেহরাব হোসেন, আকবর আলি, হাসান মুরাদ, শফিউল ইসলাম ও মোহর শেখ,
ফরচুন বরিশাল: সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদꦇয়, রিটেইনে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম, বিদেশি সরাসরি চুক্তিতে কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, ডেভিড মালান ও ফাহিম আশরাফ, ড্রাফট থেকে মাহমুদউল্লাহ রিয়াদ, তানভির ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মণ্ডল, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, ইবাদত হোসেন, নাইম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, আন্দ্রে বার্গার, শহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম।
সিলেট স্ট্রাইকার্স: সরাসরি চুক্তিতে জাকের আলী, রিটেইনে তানজিম হাসান সাকিব ও জাকির হাসান, বিদেশি সরাসরি চুক্তিতে পল স্টার্লিং ও জর্জ মানজি, ড্রাফট থেকে রনি তালুকদার, মাশরাফী বিন মর্তুজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রাখিম কর্নওয়াল, সামিউল্লা𓆉হ শেনওয়ারি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম ও রিচ টপলে।
খুলন🌸া টাইগার্স: সরাসরি চুক্তিতে মেহেদী হাসান মিরাজ, রিটেইনে আফিফ হোসেন ও নাসুম আহমেদ, সরাসরি বিদেশি চুক্তিতে মোহাম্মদ নেওয়াজ ও ওশানে থমাস, ড্রাফট থেকে হাসান মাহমুদ, নাইম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রাব্বি ও মাহমুদুল হাসান♎ জয়।
রংপুর রাইডার্স: সরাসরি চুক্তিতে মোহাম্মদ সাইফউদ্দিন, রিটেইনে নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসান, সরাসরি বিদেশি চুক্তিতে অ্যালেক্স হেলস, ইꦐফতেখার আহমেদ ও খুশদিল শাহ, ড্রাফট থেকে নাহিদ রানা𝄹, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, আকিভ জাভেদ, কার্টিস ক্যাম্ফার, রেজাউর রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম ও তৌফিক খান।