• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিপিএলে দলই পেলেন না মুমিনুল ও মোসাদ্দেক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৪:০৬ পিএম
বিপিএলে  দলই পেলেন না মুমিনুল ও মোসাদ্দেক
মোসাদ্দেক হোসেন সৈকত ও মুমিনুল হক। ছবি: সংগৃহীত

আগামী ২৯ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদ🍨শ আসর। সোমবার যার প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেল ঢাকার অভিজাত এক হোটেলে। যেখানে ১৬ জন বিদেশি ক্রিকেটার ও ৬২ দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সাতটি ফ্রাঞ্চাইজি।

দেশি ক্রিকেটারদের মধ্যে থেকে জাতীয় দলের দুজন তারকা দলই পাননি। টানা দুই আসরেই ড্রাফটে অবিক🦩্রিত থেকে গেলেন মুমিনুল, প্রথমবার ড্রাফটে দল পেলেন না 🌸মোসাদ্দেক হোসেনও।

এই দুই ক্রিকেটা🐻রই ছিলেন দেশি ক্রিকেটারদের ক্যাটাগরি ‘সি’–তে। সেখানে থাকা ২২ জনের মধ্যে এ দুজনই কেবল দল পাননি। মুমিনুল ༺অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে কেবল টেস্ট ফরম্যাটে খেলেন বিধায় তারটা অনুমেয় ছিল। আগের আসরেও তিনি ড্রাফটে দল না পাওয়ার পর রংপুর রাইডার্স আসরের মাঝপথে স্কোয়াডে যুক্ত করে। তবে খেলেছিলেন মাত্র এক ম্যাচ।

একই ক্যাটাগরি ‘সি’–তে থাকা মোসাদ্দেক হোসেন সৈকতও ড্রাফট শেষে অবিক্রিত রয়েছেন। সর্বশেষ আসরে তিনি খেলেছেন দুর্দান্ত ঢাকার হয়ে। যদিও এবার দলটি 𝓰নাম ও মালিকানা পরিবর্তন করে এসেছে। গত আসরে অলরাউন্ডার মোসাদ্দেক ৯ ম্যাচ খেলে বলার মতো পারফরম্যান্স দেখাতে পারেননি। ৯ ম্যাচে মাত্র ৯১ রান এবং ৩টি উইকেট পেয়েছেন।

আসন্ন আসরের জন্য রিশাদ হোসেনকে এক লাফে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল। যদিও গত আসরে ছিলেন ‘ই’ ক্যাটাগরিতে। তবে ৬০ লাখ টাকা সমমূল্যের ক্যাটাগরিতে অনেকক্ষণ দল পাননি। যদিও প্লেয়ার্স ড্রাফটে দেশি ‘এ’ ক্যাটাগরিতে থাকা ১২ জনের মধ্যে ১১ জনই দল পেয়েছেন শুরুর দিকে। শেষে তিন নম্বর সেটে এসে ৮৫তম খেলোয়াড় হিসেবে তাকে দ🔯লে নেয় ফরচুন বরিশাল।

 

 

Link copied!