মেট্রোরেলে এককযাত্রার ২ লাখ টিকিট ♛(কার্ড) নিয়ে গেছেন যাত্রীরা। এতে স্টেশনগুলোতে টিকিট সংকট দেখা দিয়েছে। এসব টিকিট ফেরত দিতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
সোমবার (১৪ অক্টোবর) উত্তরা ডিপোতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুꦺর রউফ।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, “মেট্রোরেলের সব স্টেশন মিলিয়ে দুই লাখ ৬৮ হাজার ৪৪১টি এককযাত্রার টিকিট দেওয়া হয়েছিল। এর মধ্যে এককযাত্রার যাত্রীরা বহির্গমন গেটে বসানো নির্ধারিত মেশিনে জমা না দেননি প্রায় ২ লাখ কার্ড। নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ৬ হাজার ৮৮১টি কার্ড। দেড় হাজার কার্ড অন🥀্যান্যভাবে হারিয়েছে।”
সংবাদ সম্মেলন কার্ড ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে ডিএমটিসিএল এমডি বলেন, “এককযাত্রার টিকিট মেট্রোরেল স্টেশনের বাইরে নেওয়া দণ্ডনীয় অপরাধ। এসব কার্ড বাইরে নিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। তাই অনুরোধ, এসব কার্ড নিকটবর্তী স্টেশনে এসে ফেরত দেবেন🥂। এতে রাষ্ট্র আর্থিক ক্ষতি থেকে বাঁচবে।”
মেট্রোরেল স্টেশনের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, একটি পরিবারের কয়েকজন সদস্যের জন্য টিকিট কাটা হলেও একসঙ্গে বের হওয়ার সময় দুই-একটি ট🦩িকিট জমা দেওয়া হয়। বাকিগুলো ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে জমা দেয় না। অনেক যাত্রী আবার ভিড়ের মধ্যে টিকিট জমা না দিয়েও বের হয়ে যেতে পারেন। এরকম ঘটনা বেশ কয়েকবার ধরা পড়েছে।
এ ছাড়া টিকিট কাটার মেশিনগুলোতেও টিকিটের কমতি পড়ে বলে জানিয়েছেন বিভিন্ন স্টেশনের কর্মীরা। তারা বলেন, “বহির্গমন গেটে টিকিট জমা পড়ার পর সেই টিকিট 👍নিয়ে আবার ভেন্ডিং মেশিনে প্রবেশ করাতে হয়। অন🙈েক ক্ষেত্রে অপেক্ষা করতে হয় বহির্গমন গেটে পর্যাপ্ত টিকিট জমা হওয়া পর্যন্ত। কারণ বারবার ওই গেট খুলে টিকিট বের করা কিছুটা সময়সাপেক্ষ। সবাই এই গেট খুলে টিকিট বের করতে পারে না। কর্মীরা অন্যান্য কাজে ব্যস্ত থাকায় কখনো গেট থেকে টিকিট বের করতে দেরি হয়। এক্ষেত্রে আবার টিকিট কাটার ভেন্ডিং মেশিনে টিকিট শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।”
এদিকে টিকিট কম থাকায় ভোগান্তি পড়তে হচ্ছে যাত্রীদের। টিকিট না থাকায় কিছু কিছু ভেন্ডিং মেশিন বন্ধ📖 থাকছে💧। তখন এক মেশিনে চাপ পড়ে। টিকিট শেষ হলে অপেক্ষা করতে হয়।
সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত টিকিট 🌼থাকলে বারবার গেট খুলে টিকিট বের করতে হবে না। আগে থেকে জমা থাকা টিকিট ভেন্ডিং মেশিনে সেট করা যায়।