ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সোমবার রাতের ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ౠও মুম্বাই ইন্ডিয়ান্স। টসে জিতে ব্যাট করার সিদ্ধ♔ান্ত নিয়েছে মুম্বাই।
রাত ৮টায় রাজস্থানের নিজস্ব ভেন্যু জয়পুর স্টেডিয়ামে ম্যꦅ💫াচটি শুরু হবে।
রাজস্থান ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। তারা জিতলে প্লে-অফে উঠার পথে বেশ এগিয়ে য🃏াবে। আর মুম্বাই জিতলে প্লে-অফে উঠার লড়াইয়ে টিকে থাকবে। মুম্বাইয়ের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট। পয়েন্ট তালিকায় তাদের উপরে রা🍷জস্থান সহ রয়েছে ৬টি দল। তাই মুম্বাইয়ের জন্য জয়ের বিকল্প নেই।
মুম্বাইয়ের উপরে অন্যান্য দলের মধ্যে রয়েছে কলকাতা (১০ ꦍপয়েন্ট),🌼 হায়দরাবাদ (১০), চেন্নাই (৮), লখনৌ (৮) এবং গুজরাট (৮)।