পাকিস্তানের সুপার লিগের (পিএসএল) ফাইনালে মানেই এক প্রতিপক্ষ মুলতান সুলতান্স। অন্তত পিএসএলের গত চার আসরের পরিসংখ্যান এমনটাই বলছে। বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে বাবর আজমের পেশোয়ার জালমিকে ৭ উইকেটে হারিয়ে টানা꧃ চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে মোহাম্মদ রিজওয়ান♑ের দল।
করাচিতে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই হোঁচট খায় পেশোয়ার। ডেভিড উইলির শিকার হয়ে সাজঘর🦩ে ফেরেন উদ্বোধনী ব্যাটার সায়েম আইয়ুব। অপরপ্রান্তে বাবর আজম ধরে খেললেও স্ট্রাইকরেট খুব একটা বাড়াতে পারেননি।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান করে পেশোয়ার। ৪২ বলে 🔥৪৬ রান করেন অধিনায়ক বাবর ৫টি চারের সাহায্যে।
এ ছাড়া মোহাম্মꦅদ হ্যারিস ২২, টম কো🌌হলির-ক্যাডমোর ২৪, রোভম্যান পাওয়েল ১২, পল ওয়াল্টার ১৪ ও লিউড উডরা ১৪ রান যোগ করেন। মুলতানের ক্রিস জর্ডন ও উসামা মীর দুটি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ডেভিড উইলি, মোহাম্মদ আলি ও আব্বাস আফ্রিদি।
জবাবে খেলতে নেমে মুলতান ১৮ দশমিক ৩ ওভারে𒅌 ৩ উইকেটের বিনিময়ে ১৪৭ রান করে। মুলতানের ওপেনার ইয়াসির ৭টি চার ও ১টি ছক্কায় ৩৭ বলে ৫৪ রান করেন। ২৮ বলে ৩৬ রান করেন উসমান খান। ৩টি চার ও ১টি ছক্কায় ৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন ইফতিখার আহমেদ। ৪ ওভার বল করে ১৬ রা𒅌ন খরচায় ২ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন উসামা মীর।
বাবররা দ্বিতীয় এলিমিনেটরে মাঠে নামবে প্রথম এলিমিনেটরের জয়ী দলের বিপক্ষে। শুক্রবার প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গø্যাডিয়েটর্স।