মেসি ও আর্জেন্টিনার জার্সি গায়ে কোনো প্যারাগুইয়ান ফুটবল দর্শক গ্যালারিতে প্রবেশ করতে পারবে না। প্যারাগুয়ে ফুটবল কর্তৃপক্ষের এমন অদ্ভুত নিয়ম নিয়ে যেখানে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে, সেখানে  ♑;আটবারের ব্যালন ডি-অর খেতাবজয়ী লিওনেল মেসি তার দল আর্জেন্টিনাকে নিয়ে মাঠে নামতে প্রস্তুত।
বিশ্বকাপ বাছা♌ইপর্বে চলতি বছরে শেষ উইন্ডোতে দুইটি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে প্রথম ম্যাচেই আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে প্যারাগুয়ের। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে হতে যাওয়া আগামী বিশ্বকাপে লাতিন আমেরཧিকা অঞ্চলের বাছাইয়ে সবার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।
এই ম্যাচে 𝓀আর্জেন্টাইনদের আতিথেয়তা দিবে প্যারাগ꧑ুয়ে। দেশটির ৩৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়াম স্তাদিও ডিফেন্সরস দেল চাকোত শুক্রবার ভোর সাড়ে ৫টায় মাঠে গড়াবে ম্যাচটি।
১০ ম্যাচে ২২ পয়েন্ট শীর্ষে থাকা আর্জেন্টিনাকে প্রতিপক্ষ প্যারাগুয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে। এই ম্যাচে জয়ের পেন্ডুলাম ঝুঁকে আছে আর্জেন্টিনার দিকেই। ২০১৬ সালের পর কখনো আলবিলেস্তাদের হারাতে পারেনি প্যারাগুয়ে। আ🔯র্জেন্টিনার বিপক্ষে টানা ৫ ম্যাচে জয়বঞ্চিত ꦺপ্যারাগুয়ে এবার কী করে, সেটাই দেখার।