• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অপরাজিত থাকার রেকর্ডেই মৌসুম শেষ লেভারকুসেনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০৩:২৪ পিএম
অপরাজিত থাকার রেকর্ডেই মৌসুম শেষ লেভারকুসেনের
বুন্দেসলিগার শিরোপা ট্রফি নিয়ে উল্লাস লেভারকুসেনের খেলোয়াড়দের। ছবি: সংগৃহীত

দারুণ এক ইতিহাস, দারুণ এক রেকর্ড। র্জার্ম♐ানীর বুন্দেসলিগায় নতুন ইতিহাস গড়লো বায়ার লেভারকুসেন। ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে অপরাজিত থেকেই পুরো মৌসুম শেষ করেছে তারা। লিগের সর্বশেꦆষ ম্যাচে আউগসবুর্গকে ১-০ গোলে হারিয়েছে নতুন চ্যাম্পিয়নরা।

শুধু নিজেদের দেশের লিগ নয়, ইউরোপীয় ফুটবলেও এখন পর্যন্ত অপরাজিত লেভারকুসেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে অপরাজিত ✱থাকার রেকর্ড গড়েছে তারা। ইউরোপীয় ফুটবলের ইতিহাসে কোনো দল এক মৌসুমে টানা এতগুলো ম্যাচে অপরাজিত থাকতে পারেনি।

এই রেকর্ডটি অবশ্য আরও আগেই করেছে লেভার꧅কুসেন। মৌসুমের ৪৯ ম্যাচ অপরাজিত থাকতেই ইউরোপীয় ক্লাব ফুটবলে নতুন ইতিহাস ♉লিখেছিল বুন্দেসলিগার ক্লাবটি।

এর আগে ইউরোপীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ টানা অপরাজিত থাকার রেকর্ড ছিল পর্তুগালের ক্লাব বেনফিকার। ♋১৯৬৩-৬৫ মৌসুমে টানা ৪৮ ম൩্যাচে অপরাজিত থেকেছিল তারা।

চলতি মৌসুমে আরও আগেই বুন্দেসলিগ﷽ার শির♔োপা জিতে নিয়েছে লেভারকুসেন। এবার তাদের সামনে আছে ট্রেবল জয়ের সুযোগ। আগামী সপ্তাহে ইউরোপা লিগের ফাইনালে আটলান্টার বিপক্ষে মাঠে নামবে লেভারকুসেন।

এছাড়া আগামী ২৫ মে জার্মান কাপের ফাইনালে কাইজারলটার্নের বিপক্ষে মাঠে নামবে লেꦫভারকুসেন। এই দুই শিরোপা জিততে পারলেই ট্রেবল নিশ্চিত হবে তাদের।

বুন্দেসলিগার 🦄৩৪ ম্যাচের ২৮টিতেই জয় পেয়েছে লেভারকুসেন। আর বাকি ৬ ম্যাচে ড্র করেছে তারা। রেকর্ড ৯০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থ𓆏েকেই মৌসুম শেষ করেছে লেভারকুসেন।

Link copied!