• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


র‌্যাঙ্কিংয়ে ২০ জনের মধ্যেও নেই কোহলি ও রোহিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৬:০০ পিএম
র‌্যাঙ্কিংয়ে ২০ জনের মধ্যেও নেই কোহলি ও রোহিত
রোহিত শর্মা ও বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া এবং খারাপ পারফরম্যান্সের মূল্য দিতে হল ভারতীয় ব্যাটারদের। বিরাট কোহলি, রোহিত শর্মারা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল♍ের (আইসিসি) টেস্ট 🔯ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে অনেক নীচে নেমে গেছেন।  ব্যতিক্রম রিশভ পান্ত এবং শুভমান গিল।

টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে প্রথম ২০ জনের মধ্যেও জায়গা হয়নি কোহলꦡির। আট ধাপ নেমে কোহলি এখন ২২ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৬৫৫। কিউইদের বিরু📖দ্ধে রান না পাওয়ার খেসারত দিতে হয়েছে ভারতীয় দলের অধিনায়ককেও। দুই ধাপ নেমে রোহিত রয়েছেন ২৬ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৬২৯। ভারতের দুই সিনিয়র ব্যাটারই ক্রমতালিকায় নেমে চলেছেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতের সফলতম ব্যাটার ছিলেন পান্ত। তিনটি টেস্টে ৪৩.৫০ গড়ে করেছেন ২৬১ রান। তিনটি অর্ধশতরান আসে তার ব্যাট থেকে। বেঙ্গালুরুতে ১ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল তার। ধারাবাহিকতার সুফল পেয়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। আইসিসির টেস্𒈔ট ব্যাটারদের ক্রমতালিকায় পাঁচ ধাপ এগিয়ে তিনি রয়েছেন ছয় নম্বরে। পান্তের রেটিং পয়েন্ট ৭৫০। তালিকায় এগিয়েছেন শুভমানও। চার ধাপ এগিয়ে তিনি রয়েছেন ১৬তম স্থানে। শুভমানের রেটিং পয়েন্ট ৬৮০। ভারতের আর কোনও ব্যাটার উন্নতি করতে পারেননি। তরুণ ওপেনার যশস্বী জসওয়াল এক ধাপ পিছিয়ে চার নম্বরে রয়েছেন। তার রেটিং পয়েন্ট ৭৭৭।

ব্যাটারদের 🉐তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তার রেটিং পয়েন্ট ৯০৩। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তার রেটিং পয়েন্ট ৮০৪। এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে🅠 এসেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তার রেটিং পয়েন্ট ৭৭৮।

বোলারদের মধ্যে তালিকায়𒆙 এগিয়েছেন রবীন্দ্র জাদেজা। তৃতীয় টেস্টে ১০ উইকেট নেওয়ার পুরস্কার পেয়েছেন জাদেজা। দুই ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় জাদেজা এখন ষষ্ঠ স্থানে। তার রেটিং পয়েন্ট ৮০২। এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তার রেটিং পয়েন্ট ৮১৫। ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলা কিউই স্পিনার অ্যাজাজ প্যাটেল মুম্বাইয়ে ১১ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে এসেছেন। বোলারদের তালিকায় তিনি এই মুহূর্তে ২২তম স্থানে।

Link copied!