নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে ০-৩ ব্যবধানে হেরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। তাই মানসিকভাবে পেছনে পড়ে আছে তারা। এই অবস্থায় অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্ট ✱খেলতে যাচ্ছে ভারত। ফর্মে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয়দের অবস্থা ꧃আরও খারাপ হতে পারে। ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটার মাইকেল ভনের মতে, একটি জিনিসে উন্নতি করলেই অজিদের বিরুদ্ধে সফল পারে ভারত।
ন🌠িউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের খেলা দেখে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে শঙ্কিত ভন। তার মতে, এই দুই ক্রিকেটার রান পেলে তবেই জিততে পারে ভারত। ভনের কথায়, ‘অস্ট্রেলিয়ায় জিততে গেলে সবার আগে রোহিত এবং কোহলির ফর্মে ফেরা দরকার। ওদের বড় রান করতে হবে এবং সেরা ফর্মে ফিরতে হবে। আশা করিꦕ ওরা সেটা পারবে। তবে একটা ভয়ও থাকছে।’
ভনের সংযোজন, ‘ওরা এখন খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। এমন একটা অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে খেলতে চলেছে যে দলে ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়রা রয়েছে। তাও আবার ওরা নিজেদের দেশে খেলবে। তাই দুর্দান্ত টেকনিক এবং অসাধারণ মানসিকতা না 🎃থাকলে জেতা কঠিন।’
নিউজিল্যান্ড সিরিজে যে কোহলিকে দেখেছেন তা♎তে আতঙ্কিত ভন। তার মতে, এই কোহলির সঙ্গে আগের কোহলিকে চেনাই যাচ্ছে না।
ভন বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় গতবার কোহলিকে প্রায় পায়ইনি ভারত। গাব্বায় রান তাড়া করার সময় কোহলি ছিল না। ৩২ বছর গাব্বাতে হারেনি অস্ট্রেলিয়া। সেখানেও ভারত ওদের হারিয়েছে। এবার দলে কোহলি রয়েছে আর ওকে নিয়েই চিন্তা বেশি। যেভাবে মিচেল স্যান্টনারের ফুলটসে বোল্ড হয়েছ💃ে তাতে বুঝেছি, এই কোহলি এখন তো আর আগের কোহলি নেই।’