অভিনেত্রী রাকুল প্রীত সিং। ২০০৯ সালে কন্নড় ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘গিল্লি’ দিয়ে চলচ্চিত্রের রঙি𓆏ন দুনিয়ায় যাত্রা 𝓡শুরু করেন। এরপর হাজার তরুণের বুকে ঝড় তোলেন বলিউড চলচ্চিত্র ‘ইয়ারিয়া’র মাধ্য়মে। প্রেম বিয়ের গুঞ্জন নিয়ে মুখে কুলুপ আঁটলেও যাপিত জীবনের অনেক অভিজ্ঞতাই শেয়ার করেন তারকারা।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দীপাবলি নিয়ে তেমনই এক অভিজ্ঞতার ꦦকথা শেয়ার করেছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। কিন্তু এর কারণে যে বিপাকে পড়বেন, কটাক্ষের শিকার হবেন নেটিজেনদের, তা হয়তো স্বপ্নেও ভাবেননি।
দীপাবলি নিয়ে অতীত অভিজ্ঞতা শেয়ারের পর, তাঁকে নিয়ে যাচ্ছেতাই মন্তব্য করে যাচ্ছেন নেট দুনিয়ার বাসিন্দারা; যা প্রমাণ করেছে, জীবনের স⭕ব ঘ♋টনাই সবার মনে ছাপ ফেলে না।
ভারতীয় দৈনিক ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে রাকুল বলেছেন, ‘আমার জীবনেও আছে, মনে রাখার মতো একটি দীপাবলি। যে দীপাবলিতে বাবা আমাকে একটা ৫০০ টাকার নোট হাতে তুলে দিয়েছিলেন। এরপর সবাইকে অবাক করে দিয়ে বলেছিলেন, সেই নোটটি পুড়িয়ে ফেলতে। আমি চমকে গিয়েছিলাম বাবার এ কথা শুনে। অবাক হয়ে তাঁর কাছে জানতে চেয়েছিলাম, কেন তিনি এটি করতে বলছেন। তখন বাবা আমাকে বুঝিয়েছিলেন, তুমি কিন্তু সেই কাজই করছো, সেটি আমি তোমাকে এখন করতে বলছি। বাজি কিনছ আর সেগুলো পোড়াচ্ছো। এটাও তো টাকা পুড়িয়ে ফেলাꦛর মতোই ঘটনা। একটু ভাবো, এটি না করে যদি টাকা দিয়ে চকলেট কিনে দরিদ্রদের মধ্যে ভাগ করে দাও, তাহলে সেটি কেমন হয়?
তিনি আরও বলেন, আমার তো মনে হয়, বাজি পোড়ানোর চেয়ে এ কাজটাই ভালো। বাবা যখন আমাকে এই কথাগুলো বলেছিলেন, তখন আমার ব🌜য়স মাত্র ১০ বছর। কিন্তু সেই বয়সেই আমি তাঁর কথার অর্থ বুঝে গিয়েছিলাম, বাবা আমাকে সেই শিক্ষায় দিতে চান, যা মানবতার কাজে লাগবে। তাই সেই দীপাবলির পর আরও কখনও বাজি হাতে তুলে নেইনি।
রাকুলের এমন সোজাসাপ্টা কথায়, বলিউড বাসিন্দাদের অনেকে সাধুবাদ জানিয়েছেন। তবে নেটিজেনদের অনেকে বিষয়টি দেখছেন ধর্মীয় ভাবাদর্শে আঘাত হানার মতো করে। তাদের কথায়, অর্থ অপচয় হবে ভেবে বাজি না ফোটালেও বিলাসী জীবনযাপন থেমে নেই রাকুলের। পোশাক-পরিচ্ছদের🐎 জন্য তিনি যে অর্থ ব্যয় করেন, তার আংশিকও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করতে দেখা যায় না। তাহলে এসব 🅺নাটকীয় বুলি আওড়ানোর মানে কী? এমন অনেক প্রশ্নই এ তারকার দিকে ছুড়ে দেওয়া হয়েছে। তবে সেসব প্রশ্নের দেওয়া শ্রেয় বলে মনে করেননি রাকুল।
এমনিতেও রাকুল স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে অনেকদিন ধরে নানা রকম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবাไর শৈশবের দীপাবলি স্মৃতি শেয়ার করার মধ্য দিয়ে সবাইকে বার্তা দিয়েছেন মিতব্যয়ী হওয়ার; যা নিয়ে তাঁকে এখন কটাক্ষের শিকার হতে হয়েছে।
এদিকে রাকুল প্রীত সিং ব্যস্ত সময় পার করছেন ‘দে দে পেয়ার দে’ সিনেমার কাজ নিয়ে। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘ইন্ডিয়ান ২’ সিনেমায়, যা অনেকের মনোযোগ কেড়েছে।