• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রিচা ঘোষের ব্যাটে যেন ভর করেছিলেন বিরাট কোহলি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১২:০৯ পিএম
রিচা ঘোষের ব্যাটে যেন ভর করেছিলেন বিরাট কোহলি

আইসিস🐻ি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গত কাল মাঠে নেমেছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ৬ বল হাতে 👍রেখে ৭ উইকেটে ম্যাচ নিজেদের দখলে নিয়েছে ভারত।

ম্যাচে ২০ বলꦛে অপরাজিত ৩১* রান করেছেন রিচা ঘোষ। আপাতদৃষ্টিতে তেমন আহামরি রান না হলেও জয়ের সুবাতাস পেতে ভারতীয় শিবিরে এই রানই স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছিল।

༒ইনিংসের ১৭ ওভারের খেলা শেষ। ভারতের দরকার ছিল ১৭ বলে ২৭ রান। ১৮তম ওভারে বল করতে এলেন আইমান আনোয়ার। প্রথম বলেই চার মারলেন রিচা। এই ওভারে তার ব্যাট থেকে চার 😼এলো টানা চারটি। তাতেই হিসেব গেল পাল্টে। শঙ্কায় থাকা ম্যাচ চলে এলো ভারতের হাতের নাগালে। ৬ বল হাতে রেখে হেসে-খেলে ম্যাচ দখলে নিলো ভারত।

রিচা যেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকেই মনে করিয়ে দিলেন। ২০১৬ সালে ঠিক একভাবে ঘরের মাঠে মোহালি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ বলে ৮২ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। আর গඣত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেলেছিলেন ৫৩ বলে অপরাজিত ৮২* রানের ইনিংস।

ওই ম্যাচে কোনো বল হাতে না রেখে চার উইকেটে জয় পেয়েছিল ভারত যার অবদান♎ অপরাজিত ৮২* রান করা কোহলির। ১৯তম ওভারের শেষ দুই বলে হারিস রউফকে টানা দুই ছয় মেরেছিলেন কোহলি। তার অবদানেই শেষ হাসি হাসে ভারত। একই প্রতিপক্ষের নারী দলের বিপক্ষে রিচার টানা চার যেন কোহলিরই পুনরাবৃত্তি।

Link copied!