বলতে গেলে গত এক মাস বꦓাংলাদেশের ওপর দিয়ে একরকম ঝড়ই বয়ে গেছে। ব্যাপক প্রাণহানির পর ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী 🤪শেখ হাসিনা।
কোটা সংস্কার আন্দোলনের জের ধরে ১৫ বছর ღপর ক্ষমতা ছাড়তে হয় তাকে। এর মধ্যে সারাদেশে ইন্টারনেটও বন্ধ ছিল।&n𝓰bsp;
যোগাযোগ বিচ্ছিন্ন ওই সময়ে বাংলাদেশের মানুষের জন্য পরিস্থিতি ছিল দুঃসহ। এ নিয়ে সামাজিকജ যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন কয়েকজন ক্রিকেটারও। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এ নিয়ে এবার কথা বলেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিনি বলেন, ‘গত বেশ কয়েকদিন আমাদের খুবই কঠিন সময় গিয়েছে। ইন্টারনেট বন্ধ থাকাটা ছিল খুবই দুঃখজনক। সবাই খুবই স্ট্রাগল করেছে। যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হব🥃ে। তবে সার্বিকভাবে যেই পরিস্থিতি ছিল। প্রতিটা পরিবারের জন্য, প্রতিটা মানুষের জন্য অনেক কঠিন ছিল।’
শান্ত বলেন, ‘আশা করছি, সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারব। ক্রিকেটার হিসেবে আমরা চাই যে, আমাদের খেꦰলাগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি।’