তরুণ লোয়ার অর্ডা🐽র ব্যাটার ২১ বছর বয়সী নীতিশ ﷽কুমার রেড্ডির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সুবাদে মেলবোর্নে চতুর্থ টেস্টে স্বাগতিকদের ভালোই জবাব দিয়েছে সফরকারী ভারত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৭৪ রানের জবাবে শনিবার তৃতীয় দিনের খেলাশেষে তারা ৯ উইকেটে ৩৫৮ রান করে। রোববার চতুর্থ দিন শেষ পর্যন্ত ৩৬৯ রান করে ভারত।
নীতিশ ১১৪ রান করে আউট হন। এছাড়া, জসওয়াল ৮২, ওয়াশিংটন সুন্দর ৫০ ও বিরাট কোহলি ৩৬🍸 র𝔉ান করেন।
অস্ট্রেলিয়ার 😼প্যাট কামিন্স, লায়ন ও বোল্যান্ড ৩টি করে উইকেট লাভ করেন।
অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে লাবুশেনের হাফ সেঞ্চুরি এবং প্যাট কামিন্স ও লায়ন🐭ের সাহসী ব্যাটিংয়ে চতুর্থ দিনের খেলাশেষে ৯ উইকেটে ২২৮ রান করেন।
লাবুশেন ৭০, 𓂃কামিন্স ৪১ ও লায়ন অপরাজিত ৪১ রান🍃 করেন।
ভারতের বুমরাহ ৪টি ও সিরাজ ৩টি🌸🧜 উইকেট পান। সেই সঙ্গে অজিরা ৩৩৩ রানে এগিয়ে গেছে।
এরআগে স্টিভেন স্মিথের সেঞ্চুরি এবং তিন ব্যাটারের হাফ সেঞ্চুরি🔯র সুবাদে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে প্রথম ইনি൩ংসে ৪৭৪ রান করে অস্ট্রেলিয়া।
মেলবোর্ন টেস্টে যারা জয়ী হবে তারা এগিয়ে যাবে ২-১ ব্যবধানে এবং তাদের আর সিরিজ হারানোর আশঙ্কা থাকবে না। কারন পার্থে💖 প্রথম টেস্টে ভারত ২৯৫🐓 রানে জয়ী হয় এবং অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়লাভ করে। আর ব্রিসবানে তৃতীয় টেস্ট ড্র হয় বৃষ্টির কারণে। সিডনিতে হবে পঞ্চম ও শেষ টেস্ট।