বাংলাদেশ নারী ফুটবলের সাফল্যের বছর গেল ২০২৪ সালটা। সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখা, অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে যৌ🎃থভাবে চ্যাম্পিয়ন হওয়া এবং অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে দক্ষিন এশিয়ার সেরার মুকুট জেতা ছিল বছরটিতে নারী ফুটবলারদের অর্জন। তাই নারীদেরি এই খেলায় আরও এগিয়ে নিয়ে যেত𒁃ে এখন থেকেই তৎপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ফেব্রুয়ারির ফিফা উন্ডোতে প্রীতি ম্যাচ খেলার জন্য সৌদি আর🤡বকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে মধ্য প্রাচ্যের দেশটি ম্যাচ খেলবে না বলে জানিয়ে দিয়েছে। বাফুফে 🦹নিজেদের মাটিতে এবার মালয়েশিয়া ও সিঙ্গাপুর নারী দলকে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে।
বাফুফের ඣসদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আকও্তার কিরণ জানান, ‘আমরা ফেব্রুয়ারিতে ম্যাচ খেলার জন্য সৌদি আরবকে প্রস্তাব দিয়েছিলাম। তারা খেলবে না বলে জানিয়েছে। এখন আমরা চিঠি দিয়েছি মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে। তাদের জবাবের অপেক্ষায় আছি।’
ম্যাচ হোমে না অ্যাওয়েতে করতে চান? কিরণের জবাব, ‘আমরা🔴তো দেশেই ম্যাচ খেলতে চাই। সেক্ষেত্রে ঢাকায় আয়োজন করা সম্ভব না হলে বিকল্প হিসেবে সিলেটের কথা ভেবে রেখেছি।’
সাফ চ্যাম্পিয়নশিপের পর নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে জাতীয় দলের মেয়েদের ছু✃টি দেওয়া হয়েছে। বাফুফে ক্যাম্পে এখন আছে কেবল অনূর্ধ্ব-২০ দল। সিনিয়র খেলোয়াড়💫দের জানুয়ারিতে ক্যাম্পে ডাকা হবে বলে জানিয়েছেন কিরণ।
সাফ জেতানো কোচ পিটার ব🌸াটলারের সাথে এখনো নতুন চুক্তি হয়নি। দুই-একদিনের মধ্যে কোচের বিষয়টি ফয়সালা করতে🎐 পারে বাফুফে।
নতুন বছরে নারী দলের প্রধান এসাইনমেন্ট জুন-জুলাইয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই। তার আগে প্রীতি ম্যাচের ফিফা উইন্ডো আছে ফেব্রুয়ারি, মার্চ-এপ্রিল, মে-জুন ও জ𝄹ুন-জুলাইয়ে। এই চার উইন্ডোতে ৯ ম্যাচ খেলতে পারবে কোনো দল। বাফুফে তা কাজে লাগাতে চায়। &n♓bsp;