• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিপিএল ২০২৫

বিশ্বকাপজয়ী ইংলিশ তারকার ঠিকানা ঢাকা ক্যাপিটালস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৬:১৬ পিএম
বিশ্বকাপজয়ী ইংলিশ তারকার ঠিকানা ঢাকা ক্যাপিটালস
জেসন রয়। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ওপেনার জেসন রয় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। এবারের বিপেএল আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলার কথা ছিল পাকিস্তান সেনসেশন সাইম আ🀅ইয়ুবের। তবে আসর শুরুর আগমুহূর্তে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তরুণ এই ওপেনারকে নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ঢাকার কর্তৃপক্ষ জেসন রয়কে দলে ভেড়ালো।

রোববার নিজেদের🀅 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক পেজে এক পোস্টে বিষ𝓰য়টি নিশ্চিত করেছে ঢাকা। পোস্টে বলা হয়, ‘ঢাকাইয়াস, তোমরা বড় নাম চেয়েছিলে এবং তারা এখানে! বিশ্ব চ্যাম্পিয়ন জেসন রয় ঢাকা ক্যাপিটালস পরিবারের সর্বশেষ সংযোজন। আমরা আপনাকে পেয়ে আনন্দিত, জেসন রয়!’

আর একদিন পরই শুরু হচ্ছে বিপিএলের একাদশ আ🔯সর। দেশের সবচেয়ে বড় এই ক্রিকেট লিগের এবারের আসরে নতুন মালিকানার দল ঢাকা ক্যাপিটালস। ঢালিউড মে🌄গাস্টার শাকিব খানের মালিকানায় থাকা ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে আছে বাড়তি কৌতূহল।

দলটির মাঠের বাইরের কার্যক্রমটাও চলছে বেশ জোরেশোরেই। আজই নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে ঢাকা। শাকিব খানের দলে দেশি তারকা ক্রিকেটারদ♚ের মধ্যে বড় নাম উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। ধারণা করা হচ্ছিল তার নেতৃত্বেই খেলবে ঢাকা।

তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন থিসারা পেরেরা। লঙ্কান এই অলরাউন্ডা🌼রের ওপর আস্থা রেখেছে ঢাকার ম্যানেজমেন্ট।

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড: (দেশি) মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ হাসান, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন, মুকিদুল ইসলাম🌞, নাজমুল ইসলাম, আবু জায়েদ, রহমতউল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান ও হাবিবুর রহমান এবং (বিদেশি) থিসারা পেরেরা, জেসন রয়, জনসন চার্লস, চতুরাঙ্গা ডি সিলভা, স্টিভেন এসকিনেজি, শাহনেওয়াজ দাহানি,  🐟জহুর খান, রিয়াজ হাসান, আমির হামজা, ফরমানউল্লাহ সাফি, জেপি কোটজে, শুবহাম শুভাশিস রঞ্জন।

Link copied!