• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অভিমানেই কি দায়িত্ব ছাড়ছেন সাবিনাদের হেড কোচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৪:৫৪ পিএম
অভিমানেই কি দায়িত্ব ছাড়ছেন সাবিনাদের হেড কোচ
পিটার বাটলার। ছবি : সংগৃহীত

বুধবার রাতে নেপালের রাজধান কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে টানা দ্বিতীয়বারের মতো সাফের🌜 শিরোপ🅠া নিজেদের করে নেয় বাংলাদেশের নারীরা। কিন্তু এই সুখবরের সঙ্গে একটি দুঃসংবাদও পেল তারা।

কিছুটা অভিমানেই হয়তো দ🎃লকে সাফ জিতিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হেড কোচ পিটার বাটলার। জানিয়েছেন শিগগিরই ঢাকা ছাড়বেন তিনি। 

সাফজয়ী নারীদের ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে ছাদখোলা বাস। বাসটি বাফুফে ভবনের পথে রয়েছে। এই বাসেও চড়বেন না বলে আগেই জানিয়েছেন বাটলার। দেশের একটি গণমাধ🦩্যমের প্রতিবেদন বলছে, অনেকটা অভিমান করেই চলে যাওয়ার কথা ভাবছেন তিনি। গতকাল সাফের পরই সেই গণমাধ্যমকে এই বিষয়টি জানান ইংলিশ এই💖 কোচ। 

এদিকে বাফুফের সঙ্গে বাটলারের চুক্তির মেয়াদ রয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই চুক্তি অবশ্য তিন বজায় রাখতে চান বাটলার। কিন্তু নিজের শেষ ম্যাচ যে এটিই সেটিও নিশ্চিত করেছেন তিনি। বাটলার বলেন, ‘চুক্তিকে আমি সম্মান করি। তাই এখনই কোচের দায়িত্ব ছাড়ছি না। তবে এটাই মেয়েদের কোচ হিস♎েবে আমার শেষ ম্যাচ ছিল। ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে🌼 কোচের দায়িত্বটাও ছাড়ব।’

ছাদখ⛄োলা বাসে না ওঠার ব্যাপারে বাটলার বলেন, ‘না, এটা আমার জন্য নয়। আমি বাসে চড়ব না। মেয়েদের উপভোগ করতে দিন। তারা ঘুরে বেড়াক। আমি অন্য একটি ফ্লাইট ধরার চেষ্টা করছি।’

গত মার্চে বাংলাদ📖েশ নারী ফুটবল দলের দায়িত্ব নেন বাটলার। এরপর বেশ কিছু অভিযোগ আসে তার পক্ষ থেকে। কয়েকদিন আগে তিনি জানান, আগের কোচের হস্তক্ষꦺেপ থাকার কথা। এছাড়া আরও বেশ কিছু অনিয়মের কথাও বলেন এই কোচ। শেষ পর্যন্ত নিজের দেশেই ফেরার পরিকল্পনা জানিয়েছেন তিনি।

Link copied!