দীর্ঘ প্রায় দশ বছর পর বাংলাদেশে ক্রিক🍒েট সফরে আসছে আইরিশ নারী দল। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ খেলবে তারা স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে। এ🌳রপর সিলেটে যাবে তারা টি-টোয়েন্টি সিরিজ খেলতে।
আনুষ্ঠানিক বিবৃতিতে রোববার আয়ারল্যান্ডের এই সফরের সূচি প্রকাশ করেছেℱ বিসিবি। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজটি।
আগামী ২২ নভেম্বর বাংলাদেশে আসবে আইরিশরা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ২২ তারিখ। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩০ নভে🔯ম্বর ও ২ ডিসেম্বর। ওয়ানড꧑ে ম্যাচগুলো শুরু হবে সকাল ১০টায়।
এরপর ৫, ৭ ও ৯ ডিসেম্বর হবে তিন টি-টোয়ে⛦ন্টি। প্রথম দুটি টি-টোয়েন্ট🌟ি শুরু দুপুর ২টায়। শেষ ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
এই সফর🅷 দিয়ে শুরু হবে গ্যাব🐬ি লুইসের অধিনায়কত্ব অধ্যায়। লরা ডেলানির নেতৃত্বে সম্প্রতি বেশ ভালো করলেও, ভবিষ্যতে তাকিয়ে দলের সেরা ব্যাটার ২৩ বছর বয়সী লুইসকে দায়িত্ব দিয়েছে আইরিশরা।
২০১৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সবশেষ বাংলাদেশে এসেছিল আয়ারল্যান্ড। সেবার সিলেটেই সব ম্যাচ খেলেছিল তারা। এর আগে ২০১১ সালে বিক♊েএসপিতে আইরিশদের বিপক্ষেই নিজেদের প্রথম ওয়ানডে তথা প্রথম আন্তর্🉐জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ।
সব মিলিয়ে এখন পর্যন্ত๊ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ছয় ওয়ানডের মধ্যে তিনটি জিতেছে বাংলাদেশ, হেরেছে একটিতে; বাকি দুটি পরিত্যক্ত। আর টি-টোয়েন্টিতে ১১ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় ৮টি, হেরেছে ৩টি।
আইসিসি উইমেন’স চ্যাম্পি🥀য়নশিপে ১৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ꦺ১০ দলের মধ্যে ৯ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার নিচে আইরিশরা।