• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইউরোপীয় ক্লাবে প্রস্তাব পেলেন সাবিনা ও ঋতুপর্ণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৭:৫৫ পিএম
ইউরোপীয় ক্লাবে প্রস্তাব পেলেন সাবিনা ও ঋতুপর্ণা
ঋতুপর্ণা চাকমা ও সাবিনা খাতুন। ছবি : সংগৃহীত

টানা দুই বার নারী সাফ 🀅চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ দল। দলের খেলোয়াড়দের এখন তাই অনেক কদর। দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমা ইউরোপীয় ক্লাব ব্রেরা তিভেরিজার পক্ষ থেকে প্রস্তাব পেয়েছেন। এই ক্লাবটি বর্তমানে উত্তর ম্যাসেডোনিয়ান নারীদের লিগের তালিকায় শীর্ষে রয়েছে। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন꧋কে এ কথা জানান সাবিনা নিজেই।

তিনি বলেন, ‘ঋতুপর্ণা এবং আমি উত্তর ম্যাসেডোনিয়ার একটি ক্ল🎶াবের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। কিন্তু এখনও কিছুই চূড়ান্ত হয়নি। কারণ ভিসার জটিলতা থাকতে পারে।’

বাংলাদেশের প্রথম൲ নারী ফুটবল⛦ার হিসেবে বিদেশি ক্লাবগুলোতে খেলেছেন সাবিনা।

সাবিনা আরও বলেন, ‘তারা (ব্রেরা তিভেরিজাꦜ) প্রথমে চারজন খেলোয়াড়ের কথা জানায়, কিন্তু পরবর্তীতে দুইজন খেলোয়াড়ের কথা বলে।’

উল্লেখ্য, ২০১৮ সাল﷽ে প্রথমবার ভারতীয় ক্লাব সেথু এফসির হয়ে খেলেছিলেন সাবিনা। এরপর গত বছরের ডিসেম্বরে তিনি ইন্ডিয়ান উইমেন্স লিগের কর্নাটকের ক্লাব কিকস্টার্ট এফসির হয়ে ꦑখেলেছেন।

ব্রেরা তিভেরিজায় বর্তমানে মাত্র দুইজন বিদেশি ♊খেলোয়াড় রয়েছেন। তারা হলেন ব্রাজিলের গোয়া চেউরি হারুমি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাশলিন কপলি জেন।

সাবিনা আরো জানান, মেসিডোনিয়ান ক্লাবটির সঙ্গে আলোচনা চলছে। তারা নেপালে সাফ꧂ের খেলা দেখেছে, আগের সাফের ভিডিও দেখেছে এবং বাংলাদেশের বিপক্ষে যেসব আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে-সবই মেসিডোনিয়ার ক্লাব থেকে পর্যবেক্ষণ করা হয়েছে। নেপালে সাফের খেলা দেখার পর সিদ্ধান্ত নিয়েছে তারা।

সাবিনা জানিয়েছেন, ‘জানুয়ারিতে খেলা, 👍কিন্তু ভি🌠সা সমস্যা নিয়ে টেনশন রয়েছে। ওদের একটা খেলা চলছে। মনে হচ্ছে কোয়ালিফাই করলে চ্যাম্পিয়নস লিগ খেলবে।’

 

খেলা বিভাগের আরো খবর

Link copied!