• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


২৯৫ রানের বিশাল ব্যবধানে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারালো ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৩:২৯ পিএম
২৯৫ রানের বিশাল ব্যবধানে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারালো ভারত
জয়ের পর উচ্ছ্বসিত ভারতীয় দল। ছবি: সংগৃহীত

ভ♏ারত যে পার্থ টেস্টে জিতবে, তৃতীয় দিন শেষেই পরিষ্কার হয়ে যায়। তবে তারা কত রানের ব্যবধানে স্বাগতিক অস্ট্রেলিয়াকে পরাজিত করে, সেটা💝র অপেক্ষায় ছিল দর্শকরা। শেষ পর্যন্ত ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বড় পরাজয়ই হলো প্যাট কামিন্সদের।

প্রথম টেস্টে ভারত জিতেছে ২৯৫ রানের বিশাল ব্যবধানে। পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-০ ব𓃲্যবধ🌱ানে এগিয়ে গেল জাসপ্রিত বুমরাহর নেতৃত্বাধীন দল।

অস্ট্রেলিয়ায় রানের হিসেবে এর আগে ভারতের সবচেয়ে বড় জয়টি ছিল ১৯৭৭ সালে।൲ মেলবোর্নে ২২২ রানে জিতেছিল ভারত।

শুধু অস্ট্রেলিয়ার মাটিতে 💛নয়, রানের হিসেবে এশিয়ার ☂বাইরে এটি দ্বিতীয় বড় জয় ভারতের। এই তালিকায় এক নম্বরে আছে ২০১৯ সালে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১৮ রানের জয়টি।

অস্ট্রেল🤪িয়ার সামনে চতুর্থ ইনিংসে ৫৩৪ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। অথচ বিশ্বরেকর্ড রান তাড়ার রেকর্ডটিই ৪൩১৮ রানের। অসিদের তাই নতুন রেকর্ড গড়তে হতো এই ম্যাচ জিততে।

যদিও তৃতীয় দিন শেষে ১২ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ক💜ার্যত ছিটকে পড়ে অস্ট্রেলিয়ানরা। চতুর্থ দিনের সক𒀰ালে উসমান খাজাও (৪) মোহাম্মদ সিরাজের শিকার হলে ১৭ রানে ৪ উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। এরপর কেবল পরাজয় এড়ানোর লড়াই।

চেষ্টা করেছেন ট্রাভিস হেড, মিচেল মার্শরা। কিন্তু হেড ব্যক্তিগত ৮৯ আর মার্শ ৪৭ রানে ফিরলে অস্ট্রেলিয়ার হার কꦬেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। অ্যালে♏ক্স ক্যারে লোয়ার অর্ডারদের নিয়ে যা একটু লড়েছেন।

শেষ ব্যাটার হিসেবে ক্যার𓃲ে (৩৬) হর✤্ষিত রানার বলে বোল্ড হলে বিজয় উল্লাসে মাতে ভারত। ২৩৮ রানে দ্বিতীয় ইনিংস থামে অস্ট্রেলিয়ার।

জাসপ্রিত বুমরাহ আর মোহাম্মদ সিরাজ দ্বিতীয় ইনিংসে নেন তিনটি করে উইকেট। দুই ইনিংস মিলে মোট আটটি উইকেট প🌟াওয়ায় ম্যাচসেরা হয়েছেন বুমরাহ।

৬ ডিসেম্বর অ্যাডেলিডে শুরু পাঁচ টেস্টের সি🦂রিজের দ্বিতীয় ম্যাচ। 

Link copied!