• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১২ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সময় হলেই জবাব দেব, বললেন হাথুরুসিংহে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৮:৫৬ পিএম
সময় হলেই জবাব দেব, বললেন হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত

এর আগে আমরা দেখেছি ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশ দলের সফল কোচ ও ক্যারিবিয়ান𒁃 স্বর্ণযুগের তারকা ব্যাটার গর্ডন গ্রিনিজকে কীভাব𒐪ে নাজেহাল হয়ে দায়িত্ব ছাড়তে হয়েছিল। তারপর কোনো কোচই শান্তিপূর্ণভাবে দায়িত্ব ছাড়েননি, ছেড়েছেন অপবাদ নিয়েই। তারই ধারাবাহিকতায় এবার বিসিবির বলি হলেন  চন্ডিকা হাথুরুসিংহে।

অসদাচরণের অভিযোগে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তাকে। এরপর হবেন চূড়ান্তভাবে ছাঁটাই। তবে এসব নিয়ে এখনই মুখ খুলছেন না এই কোচ। সময় হলেই সবকিছুর জবাব দিবেন বলে জানিয়েছেন এই✃ লঙ্কান।

দক্ষিণ আ♑ফ্রিকার বিপক্ষে আগামী সোমবার থেকে প্রথম টেস্ট দিয়ে শ💜ুরু হচ্ছে আরও একটি সিরিজ। সিরিজকে সামনে রেখে মঙ্গলবার সকালেও দলের অনুশীলনে ছিলেন হাথুরুসিংহে। তবে বিকেলেই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত আসে।

এ বিষয়ে আপাতত বিস্তারিত কিছু বলতে নারাজ হ♈াথুরুসিংহে। একটি জাতীয় দৈনিক পত্রিকার সঙ্গে আলাপকালে এই লঙ্কান কোচ বললেন, ‘এগুলো শুধুই অভিযোগ। আমি জানি না কী ঘটেছে। আমি একটা চিঠি পেয়েছি, যেটাকে বলতে পারেন কারণ দর্শানো নোটিশ, যেখানে কিছু প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে। আমাকে এটার জবাব দিতে হবে। কাল সেটি দেব। দুর্ভাগ্যজনকভাবে এখন এর বেশি কিছু বলতে পারছি না। আমি চুক্তি অনুযায়ী যাব। আগামীকাল আমি তাদের চিঠির জবাব দেব। তারপর আমি আপনাদের সবার সঙ্গে কথা বলব।’

বিসিবির এই সিদ্ধান্তের বিরু🀅দ্ধে আইনি পথে যাওয়া নিয়ে এই কোচ বলেন, ‘🦩এখন আসলে আর কিছুই বলতে পারছি না। কারণ, আমি এখনো চিঠির জবাব দিইনি। এখন বললে সেটা অপ্রাসঙ্গিক হবে।’

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময়ে নাসুম আহমদকে চড় মারার অভিযোগ উঠেছ🌸িল হাথুরুসিংহের বিরুদ্ধে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথাতেই উঠে এসেছে বিষয়টি, ‘এটা পার্টিকুলার ওই ছেলের জন্য খুবই বাজে একটা জিনিস। হিট অ্যাট দ্য মোমেন্ট একটা জিনিস হতে পারে বাট ফিজিক্যাল অ্যাসল্ট আসলে কোনো পর্যায়ে কোনোভাবে একটা ন্যাশন্যাল প্📖লেয়ারকে আপনি করতে পারবে না।’

এদিকে হাথুরুসিংহের সঙ্গে ফারুকের সম্পর্কটা আ🌸গে থেকেই ভালো নয়। অনেকেই বলেন, এই কোচের সঙ্গে মতবিরোধের কারণেই তখন প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছিলেন ফারুক। হয়তো সেই কারণেই হাথুরুকে কোচের প🤪দ থেকে সরিয়ে দিলেন ফারুক।

Link copied!