২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বুধবার সফরকারী পেরুর মুখোমুখি হবে শক্তিশালী দল ব্রাজিল। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বুধবার সকা༒ল ৬টা ৪৫ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি। বিশ্বকাপের মূল পর্বে টিকে থাকতে এই ম্যাচেও জয় খুবই গুরুত্বপূর্ণ সেলেসাওদের জন্য।
এই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। মঙ্গলবার অনুশীলন চলাকালীন হঠাৎ করেই মানে গারিঞ্চা স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে গিয়ে হাজির ২০০২ বিশ্বকাপ🎶জয়ী দলের তিন সদস্য। এর আগে গত শনিবার ব্রাজিলের অনুশীলনে গিয়েছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী দলের আরও একজন।
মূলত বিপর্যস্ত ব্রাজিল দলকে অনুপ্রেরণা দিতেই তারা🐟 এটা করছেন। গারিঞ্চা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন দেখতে যান ২০০২ বিশ্বকাপজয়ী দলের ফুলব্যাক জুনিয়র, ডিফেন্ডার এডমিলসন ও ফরোয়ার্ড এডিলসন। এর আগে গত শনিবার ব্রাজিলের অনুশীলন দেখতে গিয়েছিলেন ২০০২ বিশ্বকাপে ব্রাজিল দলের আরেক ডিফেন্ডার লুসিও।
🔜পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সাম্প্রতিক অবস্থা এমন যে শুধু গারিঞ্চার নামে গড়া স্টেডিয়াম আর বেবেতো-আলভেজদের শহরে খেলা হওয়ার প্রেরণায় খুব একটা অনুপ্রাণিত হতে পারছেন না দলটির খেলোয়াড়েরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৯ রাউন্ড শেষে তাদের পয়েন্ট মাত্র ১৩, আছে চতুর্থ স্থানে। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলাম্বিয়া। উরুগুয়ে পয়েন্ট পেয়ে রয়েছে তৃতীয় স্থানে। ১২ পয়েন্ট নিয়ে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে ইকুয়ে𝓡ডর।
সব হไিসেবে ব্রাজিলের ঘরের মাঠে এই ম্যা🥀চে জয় ছাড়া বিকল্প কিছু নেই।