• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টেনেটুনে চলা জীবনে নতুন অভিশাপ নিত্যপণ্যের চড়া দাম


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৬:৪০ পিএম
টেনেটুনে চলা জীবনে নতুন অভিশাপ নিত্যপণ্যের চড়া দাম

সারা ⛎দেশে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির লাগাম যেন 🔜কোনোভাবেই টানতে পারছে না সরকার। নিত্যপণ্যের এই চড়া বাজারে বিপাকে পড়েছেন নিম্ন ও নিম্নমধ্য আয়ের মানুষ। বাজারে গিয়ে চাহিদার তুলনায় কম পণ্য নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে অনেককে। অনেক ক্রেতা আবার দাম শুনে মেজাজ হারাচ্ছেন। তর্কে জড়াচ্ছেন দোকানিদের সঙ্গে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে গাজীপুরের জয়দেবপুর কাঁচাবাজারে প্রয়োজনীয় পণ্য কিনতে আসেন চা বিক্রেতಌা আমান ♔আলী। এসময় সবজির দোকানে বেগুনের দাম নিয়ে এক দোকানির সঙ্গে তর্কে জড়ান তিনি। একপর্যায়ে বেগুন না কিনেই ফিরে যাচ্ছিলেন তিনি।

আমান আলী বলেন, “মাত্র এক সপ্তাহ আগে ১ কেজি বেগুন (লম্বা) কিনছি ৬০ ট্যাকা দিয়া। আইজক্যা আইস্যা শুনি, দাম হইয়্যা গেছে ১💟২০ ট্যাকা। আমি অনুরোধ করে কইলাম, আღমি গরিব মানুষ, এত ট্যাকা নাই, কিছু ট্যাকা কম রাখেন। কিন্তু দোকানদার কোনো কথাই হুনল না। হেললাইগ্যা রাগ কইরা দোকানদারের লগে ঝগড়া করছি। এই বাজারে আমাগোর মতো গরিব মাইনষ্যের টিকা থাকাই মুশকিল।“

আম꧋ান আলী জানান, টেনেটুনে চলা এই জীবনে নতুন অভিশাপ হয়ে নেমে এসেছে নিত্যপণ্যের চড়া দাম। বাজারে প্রায় সব সবজির কেজি ১০০ টাকার কাছাকাছি। মাছ-মাংসের দাম আগে থেকেই আকাশচুম্বী। বাজারে ไগেলেই মাথা গরম হয়ে যাচ্ছে তার।

শুধু আমান আ🐬লী নন, নগরের বিভিন্ন বাজারে নিম্ন আয়ের মানুষের হাহুতাশ দেখা যাচ্ছে। চাল, ডাল, তেলসহ বেড়েছে প্রায় প্রতিটি সবজির দাম। মাছ-মাংসের দাম তাদের নাগালের বাইরে।

জয়দেবপুর কাঁচাবাজ✅ারের কয়েকজন সবজি বিক্রেতা জানান, এক সপ্তাহ আগে প্রতি কেজি শসার দাম ছিল ৫০ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকায়। লম্বা বেগুন ৬০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, গোল বেগুন ১০০ থেকে বেড়ে ২৩০ টাকা, টমেটো ১০০ টাকা থেকে বেড়ে ২৫০ টাকা, কাঁচা মরিচ ২৫০ টাকা থেকে বেড়ে ৪৫০ টাকা, ধনেপাতা ১২০ থেকে বেড়ে ৪০০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে বেড়ে ৮০ টাকা, করলা ৬০ থেকে বেড়ে ৮০ টাকা এবং বরবটি ৭০ থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে। এ ছাড়া আলু বস্তাপ্রতি (৬৫ কেজি) ৪০০ এবং পেঁয়াজ൩ বস্তাপ্রতি ৫০০ টাকা বেড়েছে।

সবজি ব্যবসায়ীরা বলেন, সাধারণত শীতকালে সবজির দাম কমে। এর বাইরে বছরের অন্যান্য সময় প্রায় সব সবজির দাম ওঠানামা করে। কিন্তু এবার ঠিক কী কারণে সবজির দাম বেড়েছে, তা তারা সঠিকভাবে জানেন না। তাদের দাবি, আড়ত থেকে বেশি দামে স🐻বজি কিনতে হচ্ছে, তাই বিক্রিও করছেন বেশি দামে।

সবজি বিক্রেতা হারুন বলেন, “আমরা খুচরা বিক্রেতা। আড়ত থেকে সবজি এনে বাজারে বিক্রি করি। এখন কোনো কারণে আড়তে দাম বেশি রাখলে আমাদের কিছু ক⭕রার থাকে না।”

একইভাবে দাম বেড়েছে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের। খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বাজারে প্রতি ড্রাম (১৮৫ কেজি) খোলা তেলের (সুপার) দাম ছিল ২৬ হাজার ২০০ টাকা﷽, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার টাকায়। খোলা তেল (পাম্প) প্রতি ড্রাম ২৫ হাজার ৬০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩০০ টাকায় এবং সয়াবিন তেল প্রতি ড্রাম ২৭ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩১ হাজার ৪০০ টাকা। এর বাইরে চালের দাম কেজিপ্রতি ২–৩ টাকা বℱেড়েছে। মুগ ডাল ১৪৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ টাকায়। আর ডিম গত তিন দিনের তুলনায় হালিতে বেড়েছে তিন টাকা।

মুদিদোকানি মো. ইউসুফ বলেন, “তেলের দাম এভাবে হুট কর൩ে বাড়তে ♉আমি আগে কখনো দেখি নাই। তেলের দাম শুনেই ক্রেতারা চমকে উঠছেন।”

তবে ক্রেতাদের দাবি, বিভিন্ন অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ান ব্যবসায়ীরা। সবজির সরবরাহ কম, তাদের বেশি দামে কিনতে হচ্ছে, এটা বিশ্বাসযোগ্য কথা নয়। ঠিকমতো বাজা꧙র তদারকি করলে এমন সমস্যা হতো না বলে দাবি তাদের।

Link copied!