• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যেভাবে দক্ষিণ আফ্রিকাকে হারানো যায়, দারুণ পরামর্শ তামিমের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১০, ২০২৪, ০৫:২৮ পিএম
যেভাবে দক্ষিণ আফ্রিকাকে হারানো যায়, দারুণ পরামর্শ তামিমের
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম যেন⛎ বোলারদের স্বর্গরাজ্য। এখন পর্যন্ত এই মাঠে সাফল্য শুধুই বোলারদের। সবশেষ রোববার ভারত এই মাঠে পাকিস্তানকে ১২০ রানের টার্গেট ছুঁড়ে দিয়েও জয় পেয়েছে।  দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ সোমবার রাত সাড়ে ৮টায় মুখোমুখি হচ্ছে এই মাঠেই। ফর্মে থাকা বাংলাদেশি বোলারদের জন্য যা হতে পারে বড় এক সুবিধা।

বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের চোখেও ম্যাচ জয়ের বড় ফ𒊎্যাক্টর হতে পারেন বোলাররাই। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে ম্যাচ পূর্ববর্তী আলোচনায় তামিম বলেন, ‘অবশ্যই, আমার মনে হয় নতুন বলে বোলিংটা গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে তাসকিনের ৪ ওভার এবং মোস্তাফিজ খুবই ‍গুরুত্বপূর্ণ। প্রোটি൩য়া ব্যাটাররা হয়ত ভালো রান পাননি, কিন্তু আপনাকে মনে রাখতে হবে তারা খুবই বিপদজনক ব্যাটার।’

তামিম ইকবাল মনে করেন, নতুন বলেই নিজেদের কাজ ঠিকভাবে করা দরকার বাংলাদেশের বোলারদের, ‘আপনি তাদেরকে সুযোগ দিতে পারবেন না। কারণ ড🐭ি কক যদি একটু সুযোগ পায় তাহলে সে আপনাকে ভোগাবে। তাসকিন ভালো বোলিং করছে। সব মিলিয়ে নতুন বলে বাংলাদেশ ভালো বোলিং করছে। অবশ্যই উইকেট থেকে বাড়তি সুবিধা𓆏 পাবে। আমরা যে খেলাগুলো দেখেছি তাতে অসম বাউন্স ছিল। বাংলাদেশ যদি জিততে চায় তাহলে নতুন বল খুবই গুরুত্বপূর্ণ হবে।’

একই অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেলও বাংলাদেশের বোলিংকেই ধরে নিয়েছেন শক্তির মূল জায়গা হিসেবে, ‘তাসকিন এমন একজন যে কিনা গতিময় বোলিং করতে পারে। টেস্ট ম্যাচের মতো লেংথ ধরে সে সঠিক জায়গায় বোলিং করে। এই উইকেটে সে সহায়তা পাবে। আর ফিজ তো বিশ্বমানের একজন। তার বোলিংয়ে সব ধরনের স্কিল ও বৈচিত্র𝓰্য আছে। আমি নিশ্চিত সাউথ আফ্রিকার ব্যাটাররা তার🥀 বিপক্ষে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করবে না।’

 

Link copied!