• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


তাইপেকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দারুণ জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩, ১০:৩৫ এএম
তাইপেকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দারুণ জয়
ছবি: সংগৃহীত

হকিতে প্রথম ম্য൩াচে হারের পর দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপেকে ১০-৫ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ওমানের সালালায় চলছে এশিয়া কাপ ‘ফাইভ এ সাইড’ হকি🌌 টুর্নামেন্ট। শুক্রবার (২৫ আগস্ট) সকালে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-৪ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ।

চার বছর পর দেশের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছে বাংলাদেশের নারীඣ হকি দল। প্রথমবারের মতো দেশের নারী হকি দল ‘ফাইভ এ সাইড’ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতꦛে গেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হারলেও জয়ের দেখা পেতে বেশি দেরি হয়নি মেয়েদের। দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে।

দিনের প্রথম হারের চাপ দূরে ঠেলে দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বাংলাদেশ। ফলে ম্যাচের প্রথমার্ধেই লাল সবুজের প্রতি꧙নিধিরা ৫-৩ গোলের লিড পেয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও ৫ গোল করে বাংল❀ার মেয়েরা। তাতেই চায়নিজ তাইপেকে ১০-৫ গোলে হারায় বাংলাদেশ। ইন্দোনেশিয়ার ম্যাচে তিন গোল করা অর্পিতা এই ম্যাচেও ৬টি গোল করেছেন। এ ছাড়া ৪ গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতেন রিয়া।

শনিবার (২৬ আগস্ট) বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে। দিনের প্রথম ম্যাচ ম𝄹ুখোমুখ🌸ি হবে ইরানের বিপক্ষে। আর রাতের ম্যাচের প্রতিপক্ষ হংকং।

শনিবার ওমানের সালালায় চলমান এশিয়া কাপ ‘ফাইভ এ সাইড’ হকি টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদꦏেশের পুরুষ হকি দল।

Link copied!