• ঢাকা
  • বুধবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ২০ ভাদ্র ১৪৩১, ২৯ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাংলাদেশের সাফল্যে দারুণ উচ্ছ্বসিত অ্যালান ডোনাল্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৩:১৪ পিএম
বাংলাদেশের সাফল্যে দারুণ উচ্ছ্বসিত অ্যালান ডোনাল্ড
অ্যালান ডোনাল্ড। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে দারুণ খুশি সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। নিজের 𒁏উচ্ছ্বাস প্রকাশ করে ডোনাল্ড বলেন, ‘আমি দূর থেকে দেখছি। এই দল নিয়ে আমি দারুণভাবে গর্বি🌜ত। আমি কেবল আশা করি, দলটা আরও শক্তিশালী হবে।’

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে জয়ে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের পেসাꩵররা। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলামরা ডোনাল্ডের শিষ্য হয়ে ছিলেন অনেকটা দিন। দেশের পেস আক্রমণের দারুণ সাফল্যඣটাও আসতে শুরু করে ডোনাল্ডের আমলেই।

পাকিস্তানের বিপক্ষে জয়ের পর পেস আক্রমণ নিয়ে 🐈তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাংলাদেশের সাবেক এই কোচ, ‘এটা অব♕িশ্বাস্য বলতে গেলে। পেস আক্রমণভাগ মুগ্ধ করে দেয়ার মতো। অসাধারণ এক অর্জন। তারা যেভাবে আগ্রাসী মনোভাব নিয়ে খেলেছে আর দলগতভাবে ঝাঁপিয়ে পড়েছে প্রতিপক্ষের ওপর সেটা অবশ্যই বলার মতো।’

কিন্তু পেসারদের তুলনায় ব্যাটার লিটন দাসকে নিয়েই বেশি কথা বললেন ডোনাল্ড। ধারাবাহিকতার অভাবে থাকা লিটনের ব্যাটে রান দেখে বেশ খুশি তিনি, ‘আমরা সবাই বোলিং নিয়ে কথা বলি, তবে এমন একজনের ব্যাটে আমি রান দেখতে চাচ্ছিলাম। সে হলো𝓰 লিটন দাস। সে অসাধারণ ছিল। লিটন যখন ক্রিজে এলো বাংলাদেশের ৬ উইকেট নেই, এমন অবস্থা থেকে ম্যাচটাকে নিজেদের আয়ত্ত্বে নিয়ে এলো সেটা অসাধারণ।’

ডোনাল্ড যোগ করেন, ‘আমি সবসময় বলি, লিটন অসাধারণ খেলোয়াড়। আর সেটা এমন চাপের সময়ে প্রমাণ করা সেটাই লিটন দাসের স🃏ক্ষমতার জানান দেয়। সে খুব একটা ধারাবাহিকতার মাঝে ছিল না, তার জন্য এই সিরিজটা✤ আর মুশফিকুর রহিমের জন্য দারুণ ছিল। তাই যে কেউ হয়ত বলতে পারে বোলিং আক্রমণ ভালো হয়েছে। তবে পুরো দলই আসলে দারুণ লড়াই করেছে কঠিন অবস্থা থেকে।’

এই গ্রেটের বিশ্বাস পাকিস্তান সিরিজ থেকে বড় রকমের অনুপ্রেরণা নিয়েই ভারতে পা রাখবে তার সাবেক শিষ্যরা, ‘এই সিরিজ থেকে তারা আত্মবিশ্বাস নেবে। আশা করি শিখবে আর ভারতেও দারুণ করবে। যদিও কাজটা সহজ না। কিন্তু পাকিস্তানকে তাদের মাঠেই এভাবে হারিয়ে আসা, এটা স্মারক হয়ে থাকবে দলের জন𒊎্য।’

 

খেলা বিভাগের আরো খবর

Link copied!