চলতি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে খুলনা টাইগার্স। পাওয়ার প্লেতেই ফিরে গেছ🍸েন খুলনার তিন ব্যাটার।
টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই অতি সাবধানী ব্যাটিং করছিলেন খুলনা ওপেনার তামিম ইকবাল। অন্যপাশে আক্রমণ করার চেষ্টা করলেও দ্র꧃ুত তাকে ফিরিয়ে দেন ঢাকা ডমিনেটরস অধিনায়ক নাসির হোসেন।
তিন নম্বরে নেমে মুনিম শাহিরিয়ার প্রথম বলেই বাউন্ডারি হাঁকান। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পার꧂েননি। পরের ওভারেই আল আমিনের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে যান তিনি।
এরপর চার নম্বরে ব্যাটিং করতে এসে মুখোমুখি হওয়া প্রথম তিন বলে দুই বাউন্ডার𓄧ি মারেন খুলনার পাকিস্তানি ব্যাটার আজম খান।
তবে এর পরের ওভারেই ঢাকার স্পি♈নার আরাফাত সানির শর্ট বলে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম ইকবাল। ১৪ বলে মাত্র আট রান এসেছে তার ব্যাট থেকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় ওভারে খুলনার সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৩২ রান। আজম খান আট রানে ও ইয়াসি আলি চার রানে অপরাজিত থেকে 🧸ব্যাটিং করছেন।