সোমবার থেকে শুরু হচ্ছে এশীয় চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। এ বার থেকে নতুন ফরম্যাটে আয়োজিত হতে চলেছে এই প্রতিযোগিতা। তবে আল নাসেরের হয়ে প্রথম ম্যাচে খ💛েলতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি ছোঁয়াচে সংক্রমণে ভুগছেন।
রোববার আল নাসেরের তরফে একটি বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। আল নাসের জানিয়েছে, রোনালদোর শরীর ভাল নেই। তিনি ছোঁয়াচে সংক্রম🍌ণে ভুগছেন। তাই দলের চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে তিনি দলের সঙ্গে রোববার ইরাকে যাচ্ছেন না। রোনালদোর দ🌱্রুত সুস্থতাও কামনা করা হয়েছে।
নতুন ফরম্যাটে আল নাসের প্রথম ম্যাচে খেলবে ইরাকের মাটিতে, সে দেশের 🅰ক্লাব আল শর্তার বিরুদ্ধে। তবে দলের সঙ্গে না যাওয়ায় রোনালদো সেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন।
দীর্ঘ ক্লাব ক্যারিয়ারে প্রায় সব ট্রফিই জিতেছেন রোনালদো। কিন্তু আল নাসেরের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এখনও জেতা হয়নি। গত বছর তার দল কোয়ার্টার ফাইনালে উঠেছিল। হেরে যায় আরব আ♌মিরাতের ক্লাব আল আইনের কাছে। এ বার ফের সুযোগ রোনালদোর কাছে।
নতুন ফরম্যাটে এশিয়ার ক্লাবগুলিকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বে পূর্বাঞ্চলের ১২টি ক্লাব এক দিকে এবং পশ্চিমাঞ্চলের ১২টি ক্লাব এক দিকে রয়েছে। ১২টি ক্লাবের প্রত্যেকে গ্রুপে আটটি করে ম্যাচ খেলবে। চারটি হোম এবং চারটি অ্যাওয়ে। পয়েন্টের বিচারে প্রতিটি অঞ্চল থেকে প্রথম আটটি ক্লাব প্রি-কোয়ার্টারে খেলবে। তখন পূর্বাঞ্চলের বিরুদ্ধে প🔯শ্চিমাঞ্চলের ক্লাবগুলি খেলার সুযোগ পাবে।
কোয়ার্টার ফাইনাল থেকে ফꦿাইনাল হবে একটিই দেশে। 💯এ মৌসুমে সেই পর্ব আয়োজনের সুযোগ পেয়েছে সৌদি আরব। ২৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চলবে খেলা।