বাংলাদেশ প্রিমিꩵয়ার লিগে (বিপিএল) ৩১তম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও ঢাকা ডমিনেটরস। ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে বরিশাল।
প্রথম উইকেট জুটিতে এনামুল হক বিজয় ও সাইফ হাসান দুর্দান্ত শুরু করেন। দলীয় ৪২ রানে বরিশালের প্রথম উইকেট🌄ের পতন হয়। আর ৭ রান যোগ হতেই দলীয় অধিনায়ক সাকিব আল হাসান আউট হন।
দলীয় 💛৯২ রানে ৪ উইকেটের পতন হলে বেশ বিপদেই পড়ে বরিশাল। মিডল অর্ডার ব্যাটারদের একের পর এক ব্যর্থতায় হাল ধরেন জাতীয় দলের সিনিয়র তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি দ♉লের স্কোরবোর্ডে ৩৯ রান যোগ করেন।
দলের ১৩৪ রানে রিয়াদ আউট হন শরিফুল ইসলামের বဣলে। তবে শেষদিকে করিম জানাত ও সালমান হোসেনের কল্যাণে দলীয় রান ১৫০ পার করে বরিশাল।
নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রানে থামে বরিশালের ইনিংস। এই রান তুলতে তাদের উইকে🌳ট হারাতে হয় ৮টি।