• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাংলাদেশের ইনিংস থামল ১৭১ রানে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৫:০৭ পিএম
বাংলাদেশের ইনিংস থামল ১৭১ রানে
ছবি: সংগৃহীত

সিরিজ বাঁচানোর মিশনে নিউজিল্যান্ডকে ১৭২ রানে লক্ষ্য দিল বাংলাদেশ। ৩৪ ও🦩ভার ৩ বলে সব কয়টি উইকেট হারিয় বাংলাদেশের সংগ্রহ ১৭১ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাঁচানোর ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা যাওয়া আশার মিছিলে নেমেছেন। এদিন সেই মিছিলের বিপরিত দিকে অবস্থান নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একাই লড়ে গিয়েছেন তবে শেষপর্যন্ত ৭৬ রান করে কোল ক্যাকিকনচের বলে এলবিডব্লু হয়ে ডাগআউটে ফেরেন। 

বাংলাদেশের ১৬তম অধিনায়ক হিসেবে নামা শান্ত টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তামিম ইকবাল ও লিটন কুমার দাসের অনুপুস্থিতিতে বাংলাদেশের হয়ে শুরুটা করেন অভিষিক্ত জাকির হাসান ও তানজিদ হাসান তামিম। ওপেনিংয়ে পরিবর্তন ঘটলেও বাংলাদেশের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি। দলীয় ৬ রানের সময় বিদায় ন♔েন অভিষিক্ত জাকির। অ্যাডাম মিলনের বলে আউট হওয়ার আগে করেন ১ রান।

এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ ཧজুনিয়র তামিম। ট্রেন্ট বোল্ট যখন তার উইকেট তুলে নেন দলীয় রান তখন ৮। আর বিদায়ের আগে তামিম করেন ৫ রান। উইকেটে এসে ব্যাট হাতে দারুণ শুরু করেন তাওহীদ হৃদয়। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আক্রমণাত্মক মেজাজে থাকা তাওহীদ হৃদয় অ্যাডাম মিলনেকে ড্রাইভ করতে গিয়ে ইয়াংকে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন ১৭ বলে ১৮ রান করে।

এরপর অধিনায়ক শান্তর সঙ্গে জুটি বাঁধেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এই জুটি করে ফেলেন অর্ধশতক। তাদের পার্টনারশিপে যখন মনে হচ্ছিল ঘুরে দাঁড়াচ্ছে টাইগররা তখনি বিদায় মুশফিকের। লকি ফার্গুসনের বাড়তি বাউন্সের বল ইনসাইড-এজের পর যাচ্ছিল স্টাম্প বরাবর। ঘুরে পা চালিয়েছিলেন মুশফিক, কিন্তু বলটিকে সরাতে পারেননি। সেটি ভেঙেছে স্টাম্পের চূড়া। অসহায় মুশফিক দেখেছেন তার বোল্ড হওয়া। ২৫ বলে ১৮ রান করে ফিরেছেন মুশি, নাজমুলের সঙ্গে তার জুটি থেমেছে൩ ৫৩ রানে।

যেখানে রেখে ইনজুরির কারণে দেশে ফিরেছিলেন শান্ত সেখান থেকেই শুরু করলেন তিনি। খেলে যাচ্ছেন ক্যাপ্টন্স নক ইনিংস। তুলেꦚ নিয়েছেন অর্ধশতক। তার সঙ্গে উইকেটে রয়েছেন মাহমুদউল্লাহ। তিনি এই ফাঁকে তুলে নিলেন ওয়ানডেতে ৫ হাজার রান। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ মাঠে নেমে অধিনায়ক শান্তর সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন। তবে আবারও অধিনায়কে রেখে ২১ রানে থাকা দেশ সেরা ফিনিশার ফিরে যান। এরপর মেহেদী হাসান ক্রিজে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি।

তিনি ট্রেন্ট বোল্টের বলে আউট হয়েছেন। কাট করতে গিয়ে ইনসাইড-এজ হয়ে উইকেটের পেছনে থ﷽াকা টম ব্লান্ডেলের হাতে ধরা পরেন। মেহেদী থেমেছেন ১৪ বলে ১৩ রান করে। এই ব্যাটারের বিদায়ের সময় বাংলাদেশের স্কোর ছিল ২৭ ওভার ৫ বলে ৬ উইকেটে ১৫৬ রান। এই অলরাউন্ডারের বিদায়ের পর স্কোরবো🐭র্ডে ১২ রান যোগ করতেই একাই লড়ে যাওয়া শান্তও আউট হয়ে যান। এরপর লোয়ার অর্ডার ৩ রান করতে ৩ উইকেট হারায়। যার ফলে বাংলাদেশ থামে ১৭১ রানে। নিউজিল্যান্ডের হয়ে ৩৬ রান খরচে ৪ উইকেট নেন অ্যাডাম মিলনে।

Link copied!