সুপার সিক্সের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার মুখোমু💫খি হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ সময় শুক্রবার (২১ জুন) ভোর সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ১৪০ রান তোলে নাজমুল হোসেন শান্তর দল। নর্থ সাউন্ডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ডিএলএস মেথডে ২৮ রানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো পায় অস্ট্রেলিয়া। ৭ ওভারের মধ্যে ৬৫ রান তুলে নেয় ওপেনিং জুটি। ব্যক্তিℱগত ৩১ রানে ট্র্যাভিস হেড আউট হয়ে গেলে ভেঙে এই জুটি। তার ২১ বলের ইনিংসে ছিল ২ ছক্কা ও ৩টি চারের মার। এরপর দ্রুতই ফেরেন তিনে নামা মিশেল মার্শ (১)। তবে অন্য ওপেনার ডেভিড ওয়ার্নার চারে নামা গ্লেন ম্যাক্সওয়লেকে নিয়ে দ্র🅰ুতই এগিয়ে যান। এর মধ্যে ১১.২ ওভারের সময় ফের বৃষ্টি নামে। এ সময় অস্ট্রেলিয়ার স্কোর ছির ২ উইকেটে ১০০। ওয়ার্নার ৫৩* রানে ও ম্যাক্সওয়েল ১৪* রানে অপরাজিত ছিলেন।
এরপর বৃষ্টি না কমায় ম্যাচ আর মাঠে গড়াতে পারেনি। ফলে বৃষ্টি আইনে ম্যাচটি ২৮ রানে জিতে নেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে দুইটি উইকেটই 🌜নিয়েছেন রিশাদ হোসেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও তৌহিꦅদ হৃদয় ছ🦩াড়া আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারেননি। শান্ত ৩৬ বলে ৪১ ও হৃদয় ২৮ বলে ৪০ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে ২৯ রানে ৩ উইকেট নে🌠ন প্যাট কামিন্স। এ꧂ ছাড়া অ্যাডাম জাম্পা ২টি এবং মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও ম্যাক্সওয়েল একটি করে উইকেট নেন।