• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাতার বিশ্বকাপ

দিবালাকে খেলানোর সুযোগ পাচ্ছে না আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ১০:৫০ পিএম
দিবালাকে খেলানোর সুযোগ পাচ্ছে না আর্জেন্টিনা
ছবিঃ গেটি ইমেজস

বিশ্বকাপের আগে মারাত্মক চোট পেয়েছিলেন আর্জেন্টাইন ফু♈টবলার পাওলো দিবা𒐪লা। এক পর্যায়ে বিশ্বকাপ দলে থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত তাকে নিয়েই বিশ্বকাপে গিয়েছে আর্জেন্টিনা।

কিন্তু বিশ্বকাপে গেলেও এখনও মাঠে নামার সুযোগ হয়নি দিবালার। তবে কি চোট থেকে সুস্থ হয়ে ওঠেননি তিনি, এরকম শঙ্কা প্রকাশ করেছিলেন সমর্থকরা। তবে চোট নয়, কৌশলগত কারণেই দিবালা খেলছেন🌞 না বলে জানিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

কোয়ার্টার ফাইনালে 🅷নেদারল্যান্ডসের মুখোমুখি ꦉহবে আর্জেন্টিনা। তার আগে সংবাদ সম্মেলেনেও উঠলো দিবালা প্রসঙ্গ। এবার স্কালোনি বললেন, দিবালাকে খেলানোর সুযোগই পাচ্ছেন না।

স্কালোনি বলেন,  “সে (দিবালা) খেলেনি, কারণ আমি তাকে খ🦋েলানোর সুযোগ পাইনি। আমরা যে ম্যাচগুলো খেলেছি, ওই ম্যাচগুল🧸োতে তাকে মাঠে নামানোর সুযোগ ছিল না।”

চোট থেকে সুস্থ হওয়ার পর এখনও কোনো ম্যাচ♚ খেলেননি দিবালা। এমনকি বিশ্বকাপে আসার আগে আ﷽রব আমিরাতেও তাকে মাঠে নামাননি স্কালোনি।  

Link copied!