এমিলিয়ান🍷ো মার্তিনেজের জাদুতে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
শুক্রবার (৫ জুলাই) সক♑ালে শেষ আটের লড়াইয়ে হিউস্টনে ইকুয়েডররকে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।&𒅌nbsp;
নির্ধারিত ৯০ꦚ মিনিটের ম্যাচ ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কোপায় ফাইনাল ছাড়া নকআউট পর্বে নেই অতিরিক্ত ৩০ মিনিট। টাইব্রেকারে আরেকবার জাদু দেখান এমি। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা লিওনেল মেসিই আসেন প্রথম শট নিতে। সোজাꦇসুজি কিক নিয়েছিলেন তিনি। ইকুয়েডরের গোলরক্ষক আলেক্সান্দার ডমিঙ্গোজ অন্যদিকে ঝাঁপও দিয়েছিলেন। কিন্তু মেসির শট গোলপোস্টে লেগে বল চলে যায় ওপর দিয়ে। তবে অধিনায়কের মনে একটু পরেই স্বস্তি ফেরান এমি মার্তিনেজ।
গোলরক্ষক মার্টিনেজের নৈপুন্যে শেষ পর্যন্ত আর্জেন্টি🐭না ৪-২ গোলে জয়লাভ করে প্রথম দল💟 হিসেবে শেষ চার নিশ্চিত করে।