• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘অ্যালেন আমাদের মোমেন্টাম এনে দিয়েছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২, ০৫:৪৮ পিএম
‘অ্যালেন আমাদের মোমেন্টাম এনে দিয়েছে’
ফিন অ্যালেন( বাঁয়ে) ও ডেভন কনওয়ে (ডানে)

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮৯ রানের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিং করতে নেমে ওপেনার🌊 ফিন অ্যালেনের ১৬ বলে ৪২ রানের তান্ডবে উড়ন্ত সূচনা পা🌠য় কিউইরা।

পরে আর কেউ তেমন কিছু করতে না পারলেও অ্যালেন🎃ের ওপেনিং সঙ্গী ডেভন কনওয়ে ইনিংসের শেষ পর্যন্ত রানের গতি সচল রেখেছেন। অল্পের জন্য সেঞ্চুরি মিস হলেও তার ৯২ রানের দুর্দান্ত ইনিংসে🥀 দুইশো রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

স্বাভাবিকভাবে ম্যাচের সেরা 🌸খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কন🍌ওয়ে। তবে ম্যাচ শেষে ওপেনিং সঙ্গী অ্যালেনকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। অ্যালেনই মোমেন্টাম এনে দিয়েছে বলে মনে করেন এই কিউই বাঁহাতি ব্যাটার।

 

ম্যাচ শেষে কনওয়ে বলেন, “আমাদের জন্য বিশেষ পারফর্মেন্স। তাকে (ফিন অ্যালেন) ক্রেডিট🐷 দিতে চাই, সে আমাদের মোমেন্টাম এনে দিয়েছে। সে খুবই বিশেষ খেলোয়াড়। সে তরুণ এবং ভয় ডরহীন ক্রিকেট খেলে। সে যেভাবে খেলেছে আমার উপর থেকে চাপ কমে গেছে।”

নিজের সফলতার জন্য পাওয়ার ক🉐্রিকেট নয় ঠিকঠাক টাইমিংকেই আসল কারণ মনে করেন কনওয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া জয়কে বিশেষ মনে হয় তার।

“আমার মনে হয় বলে টাইমিং করা আমাকে সফলতা এনে দেয়। যেꦕ কোনো আসরে✃ অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের জন্য বিশেষ কিছু” যোগ করেন কনওয়ে।

টানা ১৫ ম্যাচ পর অজিদের মাটিতে জয় পেলো নিউজিল্যান্ড।  ২৬ অক্টোবর সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাꦫচে আফগানিস্থানের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।

Link copied!