• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এএফসি কাপের বাছাইয়ে জয় পেল আবাহনী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৫:৩৬ পিএম
এএফসি কাপের বাছাইয়ে জয় পেল আবাহনী
ছবি: সংগৃহীত

এএফসি কাপ বাছাই পর্বে ঈগলসের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে ঢাকার জায়ান্ট আবাহনী লিমিটেড। ঘরের মাঠে আকাশি 🐟নীলরা মালদ্বীপের ক্লাবটিকে হারিয়েছে ২-১ গোলেꦚ।

সিলেট জেলা স্টেডিয়ামে কর্দমাক্ত মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণে যাꦫয় আবাহনী। দলে নতুন দুই ব্রাজিলিয়ান নেই। তাদের ছাড়াই অন্য ৬ বিদেশ𒐪ি নিয়ে খেলেছে মারিও লেমসের দল।

ম্যাচের ৫ মিনিটে মুজাফররভের এ💖কটি প্রচ🍰েষ্টা গোলকিপার বাঁচিয়ে দেন। ১৫ মিনিটে আবারও মুজাফররভের বক্সের বাইরে থেকে জোরালো শটটি গোলকিপার ঝঁপিয়ে পড়ে রুখে দেন।

২০ মিনিটে আবাহনী গ﷽োলের দেখা পায়। ডেভিড ওজুকুর মাপা ক্রসে গ্রানাডিয়ান স্ট্রাইকার লাফিয়ে উঠে হেডে ♛জাল কাঁপান।

৪৫ মিনিটে 𒊎ওজুকু ডেভিডের শট ক্রস বারের ওপর দিয়ে গেলে ব্যবধান বাড়ানো যায়নি আবাহনীর।

বিরতির পর খেলা জমে ওঠে। আক্রমণ-প্রতি আক্রমণ করে খেলেছে দুই দল। ৫৬ মিনিটে মালদ্বীপ সুযোগ পায় গোল শোধের। দলে♊র অধিনায়ক আহমেদ রিজোয়ানের  শট ক্রস বারের ওপর দিয়ে চলে যায়।

৬৪ মিনিটে মালদ্বীপের ক্লাবটি সমতায় ফের🦩ে। মিলোভান পেট্রোভিচের ফ্রি-কিকে দৌড়ে এসে ফাঁকায় চলতি বলে পা চালিয়ে দেন আহমেদ র♚িজোয়ান নিজেই।

৭৩ মিনিটে আবাহনী ব্যবধান বাড়ানোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কর্নেলিয়াস একক প্রচেষ্টায় বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে শট নিলেও গোল বঞ্চিত থাকতে হয়েছে। গোলকি𝓡পার ঝাঁপিয়ে পড়ে বলের দিক পরিবর্তন করে দেন।

পরের মিনিটে ফ্রি-কিক থে༒কে আবাহনী মিলাদের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

৮৯ মিনিটে আবাহনী জয়সূচক গোল পায়। মুজাফফরভের কর্নারে ব্রাজিলিয়ান দেনিলোর হেডে দলের সমর্থকদের মুখে চওড়া হাসি। আর এতেই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। জয় নিয়ে মাঠ🦩 ছাড়ে আবাহনী।

২২ আগস্ট ভারতের মোহনবাগান ও নেপালের মাচি🐠ন🍸্দ্রা এফসির মধ্যে বিজয়ী দলের বিপক্ষে খেলবে আবাহনী লিমিটেড।

Link copied!