এএফসি কাপ বাছাই পর্বে ঈগলসের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে ঢাকার জায়ান্ট আবাহনী লি🦩মিটেড। ঘরের মাঠে আকাশি নীলরা মালদ্বীপের ক্লাবটিকে হারিয়েছে ২-১ গোলে।
সিলেট জেলা স্টেডিয়ামে কর্দমাক্ত মাঠে ম্যাচের💎 শুরু থেকে আক্রমণে যায় আবাহনী। দলে নতুন দুই ব্রাজিলিয়ান নেই। তাদের ছাড়াই অন্য ৬ বিদেশি নিয়ে খেলেছে মারিও লেমসের দল।
ম্যাচের ৫ মিনিটে মুজাফররভের একটি প্রচেষ্টা গোলকিপার বাঁচি💦য়ে দেন। ১৫ মিনিটে আবারও মুজাফররভের বক্সের বাইরে থেকে জোরালো শটটি গোলকিপার ঝঁপিয়ে পড়ে রুখে দেন।
২০ মিনিটে আবাহনী গဣোলের দেখা পায়। ডেভিড ওজুকুর মাপা ক্রসে গ্রানাডিয়ান স্ট্রা𒉰ইকার লাফিয়ে উঠে হেডে জাল কাঁপান।
৪৫ মিনিটে ওজুকু ডেভিডের শট ক্রস বারের ওপর দিয়ে গে♔লে ব্যবধান বা🌱ড়ানো যায়নি আবাহনীর।
বিরতির পর খেলা জমে ওঠে। আক্রমণ-প্রতি আক্রমণ করে খে👍লেছে দুই দল। ৫৬ মিনিটে মালদ্বীপ সুযোগ পায় গোল শোধের। দলের অধি꧂নায়ক আহমেদ রিজোয়ানের শট ক্রস বারের ওপর দিয়ে চলে যায়।
৬৪ মিনিটে মালদ্বীপের ক্লাবটি সমতায় ফেরে। মিলোভান পেট্রোভিচের ফ্রি-কিকে 🌠দৌড়ে এসে ফাঁকায় চলতি বলে পা চালিয়ে দেন আহমেদ ﷽রিজোয়ান নিজেই।
৭৩ মিনিটে আবাহনী ব্যবধান বাড়ানোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কর্নেলিয়াস একক প্রচেষ্টায় বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে শট নিলেও গোল বঞ্চিত থাকতে হয়েছ♛ে। গোলকিপার ঝাঁপিয়ে পড়ে বলের দিক পরিবর্তন করে দেন।
পরের মিনিটে ফ্রি-কিক থেকে আবাহনী 𓆏মিলাদের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
৮৯ মিনিটে আবাহন🦄ী জয়সূচক গোল পায়।๊ মুজাফফরভের কর্নারে ব্রাজিলিয়ান দেনিলোর হেডে দলের সমর্থকদের মুখে চওড়া হাসি। আর এতেই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
২২ আগস্ট ভারতের মোহনবাগান ও নেপালের মাচিন্দ্রা এ﷽ফসির মধ্যে বিজয়ী দলের বিপক্ষে খেলবে আবাহনী লিমিটেড।