ভারতের আইপিএলের চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে ইডেনে এসেছিলেন রোহিত শর্মা। সেই ম্যাচের আগের দিন ইডেনে একটি ভিডিও রেকর্ড করে কলকাতা নাইট রাইডার্স। সেটি পোস্টও করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতেই রোহিতের জীবন ‘অতিষ্ঠ হয়ে গিয়েছে’। এর পর আর ভিডিও রেকর্ড করতে বারণ করলেন রোহিত। তা-ও আবার করজো🍃ড়ে আবেদন ভারত অধিনায়কের।
শুক্রবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এবারের🉐 আইপিএলের শেষ ম্যাচ ছিল মুম্বাইꦇয়ের। সেই ম্যাচের আগে রোহিত ও ধবল কুলকার্নি কথা বলছিলেন। সেটির ভিডিও রেকর্ড করা হচ্ছিল। রোহিত সঙ্গে সঙ্গে হাতজোড় করে আবেদন করেন, ‘ভাইয়া, কথাবার্তা রেকর্ড কোরো না। একটা ভিডিও আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছে।’
কী ছিল আগের ভিডিওটিতে? ইডেনে অনুশীলন করার সময় কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে কথা বলছিলেন রোহিত। এ বারের আইপিএ𒊎ল শুরুর আগে মুম্বাই রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়। হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে মুম্বাই। অভিমানী রোহিতকে বলতে শোনা যায়, ‘সব বদলে যাচ্ছে। সে সবౠ ওদের ব্যাপার। যতই হোক, দলটা আমার হাতে তৈরি। আমার বাড়ি এটা। এই মন্দির আমি বানিয়েছি।’ এরপরই রোহিত বলেন, ‘আমার কিছু যায়-আসে না, এটা আমার শেষ বছর।’
কিছু দিন আগে জানা গিয়েছিল, হার্দিকের নেতৃত্বে খুশি নন মুম্বাইয়ের কিছু সিনিয়র ক্রিকেটার। তাদের অভি♉যোগ, হার্দিকের নেতৃত্বে মুম্বাই দলের সাজঘরের আবহ ঠিক নেই। মুম্বাইকে পাঁচ বার আইপিএল জিতিয়েছিলেন রোহিত। তাকে নেতৃত্ব থেকে সরিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে চেয়েছে মুম্বাই। সেই কারণেই গুজরাটকে আইপিএল জেতানো অধিনায়ককে দলে নেওয়া হয়। কিন্তু হার্দিকের নেতৃত্বে মুম্বাই প্রথম দল হিসাবে এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে। পয়েন্ট তালিকায় সকলের নীচে শেষ করে মুম্বাই।